একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

অশ্রুডানায় সূর্য খোঁজার পালা

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সত্তার গভীর থেকে উঠে আসা আনন্দ সন্দেশ
স্বপ্নামন্ত্রণে তোমার জাগে বাংলাদেশ।
তোমার বিস্তীর্ণ বুকে পদ্মা-মেঘনা-যমুনা বহমান
বাঙালির হৃদমন্দিরে তুমি নিত্য জাগ্রত সম্মান।
ভক্তচিত্তে মুকুটহীন সম্রাট আসীন সিংহাসনে তুমি।
তোমাকে অকালে হারিয়ে ক্ষতবিক্ষত বঙ্গভূমি
হৃদয়ের দীপ্তিহীন অগ্নিশিখা দগ্ধীভূত করে দীর্ঘশ্বাস
এবং আগস্ট বাঙালির রক্তক্ষরণের মাস।
অনুভব-উপলদ্ধি-মননের ভাঁজে অসহ্য যন্ত্রণাবাহী প্রণয় নির্যাস।

বাংলার গোপাটে-হাটে-মাঠে-ঘাটে তুমি হ্যামিলনের বাঁশি
এ দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে ছড়িয়েছো হাসি;
শয়নে স্বপনে জাগরণে মণিকোঠায় জ্বালালে স্বাধীকার অগ্নিকণা
সূর্যস্নাত হতে বাঙালির কানে দিলে মুক্তির মন্ত্রণা
বিজয় বাসনা ছাড়া কোনো স্বপ্ন দু’চোখে ছিল না।
তুমি দিলে উড্ডীন পতাকা আর মৃত্যুঞ্জয়ী ভাষা
তুমি বঙ্গবন্ধু প্রিয় জাতিপিতা বিপ্লবী প্রত্যাশা
বাংলাদেশ আর তুমি বাঁধা অভিন্ন তন্তুর ফ্রেমে
তোমারে স্মরিয়া দিচ্ছি সেøাগান-নৈবেদ্যে প্রেমে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়