গণপরিবহন চালু, স্বাস্থ্যবিধি নিয়ে শঙ্কা : লঞ্চ, বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

আগের সংবাদ

স্বাস্থ্যবিধি হটিয়ে খুলল সবই

পরের সংবাদ

ডা. নজরুল ইসলাম : করোনার সংক্রমণ আরো বেড়ে যাবে

প্রকাশিত: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম ভোরের কাগজকে বলেন, আমাদের কাজ পরামর্শ দেয়া। বাস্তবায়নের দায়িত্ব সরকারের। স্বাস্থ্য বিভাগ বা অধিদপ্তর এর আগে সংক্রমণ নিয়ন্ত্রণে যে পরামর্শ দিয়েছিল সেটিও আমলে নেয়া হয়নি। দেশে এখনো উচ্চ সংক্রমণ। এরই মধ্যে সবকিছু খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়টি নিয়ে আরেকটু ভাববার কথা আমরা বলেছিলাম। কারণ এতে সংক্রমণ আরো বাড়বে। সংক্রমণ বাড়লে মৃত্যুও বাড়ে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো শারীরিক দূরত্ব নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলা। অপরটি টিকাকরণ। দেশের কাক্সিক্ষত জনগণকে একসঙ্গে টিকা দেয়া সম্ভব নয়। কারণ সেই পরিমাণ টিকা আমাদের কাছে মজুত নেই, আবার সেটি পেতেও আমাদের অপেক্ষা করতে হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করার ওপরই বেশি জোর দিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়