শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

শাহজাদপুর : জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে সংবর্ধনা

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলহাজ ডা. আখতারুজ্জামান ভূঁইয়া বিসিএস লাইফস্টক একাডেমির পরিচালক পদে পদোন্নতি হওয়ায় বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। গত শনিবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিয়োদ্ধা প্রফেসর আজাদ রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাবেক সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বর্তমান বিসিএস লাইফস্টক একাডেমির পরিচালক আলহাজ ডা. আখতারুজ্জামান ভূঁইয়া, সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. গোলজার হোসেন, গাইবান্ধা প্রাণিসম্পদ প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. আব্দুল হাই, ভিএস মীর কাওসার, এলইও শারমনি আক্তার রিপা, সায়নো অ্যাগ্রোভেট কোম্পানির স্বত্বাধিকারী সাংবাদিক আব্দুল কুদ্দুস, প্রাণিসম্পদ দপ্তরের ইবনুল হোসেন, আবু বকর, আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে সব কর্মকর্তা ও অতিথি ক্রেস্ট প্রদান করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়