শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

ডা. চিন্ময় দাস : মাস্ক-ভ্যাকসিনে জোর দিতে হবে

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জনস্বাস্থ্যবিদ ও মেডিকেল অ্যান্থপলোজিস্ট ডা. চিন্ময় দাস ভোরের কাগজকে বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন একটি মোক্ষম অস্ত্র। কিন্তু আমাদের দেশে লকডাউনের নামে যা হয়েছে তা মূলত প্রশাসনিক লকডাউন। এই ধরনের লকডাউন দিয়ে করোনার মতো একটি ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সরকার বিধিনিষেধ তুলে নিয়ে ১১ আগস্ট থেকে সব কিছু আবার আগের নিয়মেই চলবে বলে প্রজ্ঞাপন জারি করেছে। এই প্রেক্ষাপটে নিজের সুরক্ষার বিষয়টি নিজেকেই ভাবতে হবে। স্বাস্থ্যবিধি না মানলে সামনে খারাপ দিন অপেক্ষা করছে আমাদের জন্য। গণটিকা ক্যাম্পেইন কিংবা বিভিন্ন আয়োজন থেকে মাস্ক ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। ভ্যাকসিন (টিকা) গ্রহণের ক্ষেত্রে মানুষের আগ্রহ আছে। টিকা নিশ্চিত করা ও মাস্কের ব্যবহার নিশ্চিত করার ওপর আমাদের জোর দিতে হবে। কারণ টিকা এবং মাস্ক একে অপরের যত ঘনিষ্ঠ হবে করোনা তত দ্রুত পালাবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়