শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : চলতি সপ্তাহেই শতভাগ শিক্ষক টিকার আওতায়

আগের সংবাদ

উৎসবের গণটিকায় বিশৃঙ্খলা

পরের সংবাদ

ঝালকাঠি : গণটিকা কার্যক্রম পরিদর্শন বিভাগীয় কমিশনারের

প্রকাশিত: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বৈরী আবহাওয়ার মধ্যে দুটি পৌরসভা ও ৩২টি ইউনিয়নের মোট ৪৪টি কেন্দ্রে গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। গত শনিবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক বাসুদেব কুমার দাস, ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী উপস্থিত ছিলেন।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রগুলোতে টিকা গ্রহণের আগ্রহীদের ভিড় ছিল। মুক্তিযোদ্ধা, বয়স্ক ও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে এ টিকাদান কর্মসূচি চলছে। একদিনে জেলায় মোট ২৩ হাজার ৬০০ জনকে চীনের তৈরি সিনোফার্মের এ ভ্যাকসিন দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে সকাল ৯টা থেকে এ কর্যক্রম শুরু হয়। এতে স্বাস্থ্য বিভাগের ৮৮ জন কর্মী এবং ১৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়