পরীমনরি ঘনষ্ঠি কে এই কবীর

আগের সংবাদ

তালিকায় হাইপ্রোফাইলদের নাম

পরের সংবাদ

নন্দীগ্রামে আগুনে পুড়ল ৩ বসতঘর

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : উপজেলার রণবাঘা এলাকায় আগুন লেগে তিনটি ঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন তারা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। গত শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের রণবাঘা সোনাপুকুর স্কুলপাড়া এলাকার মোজাহার আলীর ছেলে মনির উদ্দিনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি টিনসেট ঘর পুড়ে আসবাবপত্রসহ প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মনির।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই আগুনের সূত্রপাত হলে বাড়ির লোকজন দৌড়ে বাইরে বের হয়।
মুহূর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রণের পূর্বেই তিনটি ঘর ও মালামাল পুড়ে যায়।
নন্দীগ্রাম ফায়ার স্টেশনের সাব-অফিসার কহির উদ্দিন দেওয়ান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়