ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

ডা. ইকবাল আর্সলান : সিদ্ধান্তে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান ভোরের কাগজকে বলেন, সরকারের পক্ষ থেকে বলা হলো, ১০ তারিখের পর টিকা ছাড়া কেউ কর্মস্থলে যেতে পারবেন না। টিকা ছাড়া ১৮ বছরের বেশি বয়সের কোনো মানুষ চলাচল করতে পারবে না। করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। প্রয়োজনে অধ্যাদেশ জারি করে শাস্তি দেয়া হতে পারে। এই অল্প কয়েক দিনের মধ্যে কি বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় আনা সম্ভব? এত টিকা কি আমাদের কাছে মজুত আছে? যদি সম্ভব না হয় তাহলে কীভাবে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে? বাস্তবায়ন সম্ভব নয় এমন সিদ্ধান্ত গ্রহণ এবং পরবর্তী সময়ে তা পরিবর্তন- সরকারের ভাবর্মূতিকে ক্ষুণ্ন করবে। এ বিষয়ে যারা সিদ্ধান্ত নেন অর্থাৎ সংশ্লিষ্ট যারা তাদের সিদ্ধান্ত গ্রহণের আগে থেকেই আরো বেশি সচেতন ও সতর্ক হওয়া উচিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়