ডিএনসিসি মেয়র আতিক : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করতে পারছি না

আগের সংবাদ

বেহাল রেলের মেগা প্রকল্প : খুলনা-মোংলা রেল প্রকল্পের কাজ কবে শেষ হবে কেউ জানে না

পরের সংবাদ

জয়পুরহাটে বজ্রপাতে নিহত ২

প্রকাশিত: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, জয়পুরহাট : জেলার পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো ৪ জন। গত সোমবার সকাল ৯টায় উপজেলার রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রতনপুর গ্রামের মৃত বিরাজ মোল্লার ছেলে দুলাল হোসেন মোল্লা (৬০) ও একই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৪)। আহতরা হলেন- একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাব্বির (১৪), মহসিনের ছেলে এমদাদুল (৩২), হামিদের ছেলে খলিল (৩৬) ও কড়িয়া গ্রামের সিরাজুল ইসলাম (৪৫)। আহতরা জয়পুরহাট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী জানান, সকালে পাঁচবিবি উপজেলার ধরঞ্জীর সালুয়া মাঠে আমন ধান রোপণের কাজ করছিলেন। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকালে একটি শ্যালো মেশিন ঘরে এসে তারা আশ্রয় গ্রহণ করেন। কিন্তু বজ্রপাত হলে সবাই সেখানেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে এলেও দুলাল মোল্লা ও মোফাজ্জল ঘটনাস্থলে মারা যান। আহত ৪ জনকে দ্রুত জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বজ্রপাতে নিহত ও আহত হওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়