শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

শিষ্যদের নিয়ে আশাবাদী রাসেল ডমিঙ্গো

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর তিন দিনের কোয়ারেন্টাইন শেষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। প্রথম করোনা পরীক্ষার পর দ্বিতীয় করোনা পরীক্ষায়ও দুদলের সবাই নেগেটিভ হয়েছেন। তবে বিসিবির এক সূত্রে জানা গেছে, বাংলাদেশ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেনের মাথা ব্যথা থাকায় হোটেলেই থেকে গেছেন। জাতীয় দলের বাকিরা বৃষ্টির ফাঁকে ফাঁকে অনুশীলন সেরেছেন। আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে গতকাল প্রথমবারের মতো অনুশীলনে নামে বাংলাদেশ দল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই অনুশীলন পর্ব। বিকেলে হোম অব ক্রিকেট মিরপুরে অনুশীলনে অংশ নেয় টিম অস্ট্রেলিয়া। সন্ধ্যা পর্যন্ত অনুশীলন চালায় অজিরা। দুপুরে অনুশীলন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হন কোচ রাসেল ডমিঙ্গো। সেখানেই এক প্রশ্নের জবাবে দলের দুই ব্যাটসম্যান মুশফিক আর লিটনকে নিয়ে কথা বলেন তিনি।
ডমিঙ্গো জানালেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সবসময়ই চাপে আছে। মুশফিকের জৈব সুরক্ষা বলয়ের অন্তর্ভুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার অদ্ভুত সিদ্ধান্তের যুক্তি আমি খুঁজে পাইনি। ১০ দিন কোয়ারেন্টাইন যথেষ্ট হতো। এটা নিয়ে অনেক হতাশ। আমরা বিশ্বের সেরা একটি দলের বিপক্ষে খেলব। আমাদের তরুণদের জন্য এটি জাত চেনানোর দারুণ এক সুযোগ। মুশফিক লিটনের না থাকা আমাদের জন্য বড় দুই ক্ষতি। তামিম ইকবাল আগে থেকেই নেই। ব্যক্তিগত কারণে অস্ট্রেলিয়া সিরিজে খেলছেন না লিটন দাস। বাকি রইলেন সৌম্য সরকার আর মোহাম্মদ নাঈম। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যদি এই দুজনের কিছু হয় তাহলে বাংলাদেশের ওপেনিং জুটির কি হবে?
এমন এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বললেন সাকিব আল হাসান আর মোহাম্মদ মিঠুনের নাম। গতকাল বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে এক অনলাইন সংবাদ সম্মেলনে দলের ওপেনার সংকট নিয়ে ডমিঙ্গো জরুরি পরিস্থিতিতে ওপেনার কে হবে এ নিয়ে কথা বলছিলেন, ‘যদি কোনো সমস্যা হয় তাহলে সাকিব আছে। দলে মিঠুনও আছে। সে মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও দরকার হলে ওপেন করবে।’
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট পেলে সাকিব প্রথম ক্রিকেটার হিসেবে এ ফরম্যাটে এক হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূর্ণ করবেন। ৭৯ টি-টোয়েন্টি ম্যাচে সাকিবের রান এক হাজার ৬০৪। বল হাতে উইকেট পেয়েছেন ৯৫টি। উইকেট শিকারির তালিকায় সাকিব আছেন শীর্ষ পাঁচে।
১০৭ উইকেট নিয়ে মালিঙ্গা সবার উপরে। এরপর ৯৯ উইকেট নিয়ে টিম সাউদি দুইয়ে। আফ্রিদির উইকেট ৯৮টি। ৯৫ উইকেট নিয়ে রশিদ খান ও সাকিব পাশাপাশি রয়েছে। তবে সাকিবের থেকে ২৮ ম্যাচ কম খেলে রশিদ রয়েছেন চারে। মিরপুরের চিনচেনা উইকেটে অসাধারণ কীর্তি গড়তে সাকিবের প্রয়োজন মাত্র ৫টি উইকেট। কাজটা খুব কঠিন হবার কথা নয় তার জন্য।
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পুরনো পরিসংখ্যান কিংবা অস্ট্রেলিয়ার ইতিহাস নিয়ে চিন্তিত নন। তার ভাবনাজুড়ে শুধুই সামনের সিরিজ। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমনটাই জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাস কতটা সমৃদ্ধ। তবে এখন যারা খেলতে এসেছে, তাদের নিয়েই ভাবতে হবে। সিরিজ জয় অবশ্যই চ্যালেঞ্জিং। আমরা সেটা নিয়েই কাজ করছি। আমাদের প্রতিদ্ব›িদ্বতা করতে হবে এবং সিরিজটি আত্মবিশ্বাস নিয়ে জিততে হবে। আমরা জানি আমরা করতে পারব। মূল কাজে স্থির থাকতে হবে, অস্ট্রেলিয়াকে চাপে রেখেই হারাতে হবে। আমি মনে করি না, অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের কথা মনে রেখে এখানে কেউ খেলবে। মানসিকভাবে এমনটা কেউ চিন্তা করে না।’
বেশ কয়েকজন তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। সেই তালিকায় আছেন স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গেøন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটাররা। আর সর্বশেষ ইনজুরির কারণে ছিটকে গেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সেরা পারফর্মাররা না থাকায় বাংলাদেশের জন্য দারুণ সুযোগ দেখছেন ডমিঙ্গো, ‘অবশ্যই তারাও তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মিস করবে, তারা হয়তো বিশ্বকাপের স্কোয়াডে থাকবে। তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ। আমাদের এই সুযোগটি নেয়ার চেষ্টা করতে হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে দুদিক থেকে দেখছেন ডমিঙ্গো, ‘প্রথমত, আমরা এই সিরিজ থেকে আমাদের সেরা কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করছি।
আমাদের হাতে বেশ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। সে সব তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে তাদের উন্নতি যাচাই করে নেয়া। সবমিলিয়ে আমরা আশা করি আমাদের সেরা কম্বিনেশনই খুঁজে পাব। দ্বিতীয়ত, আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে সচরাচর খেলার সুযোগ পাই না। এই কারণে তাদের বিপক্ষে আগ্রাসন দেখিয়ে সিরিজ জেতার লক্ষ্য। সবমিলিয়ে আমরা এখানে ভালো করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

দুশ্চিন্তাটা আসলে জিম্বাবুয়ে সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে সৌম্যর চোটের কারণেই। তবে স্বস্তির খবর, গতকাল ওয়ার্ম-আপে দলের সঙ্গে ফুটবল না খেললেও এই বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটসম্যানকে নেটে ব্যাটিং করতে দেখা গেছে।
প্রথমে দলের পেস বোলারদের বিপক্ষে কিছুক্ষণ ব্যাটিং করার পর খেলেছেন স্পিনারদের।
ভাবনা ছিল মোস্তাফিজুর রহমানকে নিয়েও। গোড়ালির চোটে জিম্বাবুয়ে সফরে সব ম্যাচ খেলতে পারেননি তিনি। আজ অবশ্য বোলিং করতে দেখা গেছে এই বাঁ-হাতি পেসারকে। কুঁচকির সমস্যা ছিল সাকিব আল হাসানেরও। নেটে ব্যাটিং না করলেও ইনডোরে ব্যাটিং করেছেন সাকিব। দলে কোনো চোটের শঙ্কা নেই, ডমিঙ্গো বড় গলায় জানিয়েছেন সেটিও, ‘দলে বড় কোনো চোটের শঙ্কা নেই। সৌম্য সরকার চোট থেকে ফিরছে যেটি জিম্বাবুয়েতে হয়েছিল। আমি আশাবাদী সে এর মধ্যেই সুস্থ হয়ে উঠবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়