শিগগিরই প্রয়োগ শুরু : আরো ৭ লাখ ৮১ হাজার টিকা এলো জাপান থেকে

আগের সংবাদ

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ ২ : সশস্ত্র আরসা ও আরএসও আধিপত্যের দ্বন্দ্ব প্রকাশ্যে

পরের সংবাদ

করোনা আপডেট : আরো ২৩১ মৃত্যু শনাক্ত ১৫,৮৪৪

প্রকাশিত: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েছে। নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ায় বেড়েছে শনাক্ত রোগীর সংখ্যাও। করোনা পরিস্থিতি নিয়ে গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩১ জনের। নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। ভাইরাসের উপস্থিতি মিলেছে ১৪ হাজার ৮৪৪ জনের নমুনায়।
গত শনিবার ৩০ হাজার ৯৮০টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছিল ৯ হাজার ৩৬৯ জন। মৃত্যু হয়েছিল ২১৮ জনের। ওই দিন নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ছিল ৩০ দশমিক ২৪ শতাংশ। এদিকে গতকাল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলমান বিধিনিষেধের (লকডাউন) মধ্যে গার্মেন্টস খুলে দেয়ায় ফের সংক্রমণ বাড়বে। তিনি বলেন, গার্মেন্টস খুলে দেয়ায় দেশের বিভিন্ন এলাকার মানুষ কর্মস্থলে যোগ দিয়েছেন। কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানেনি। ফলে করোনা সংক্রমণ আরো বাড়বে। জীবনের জন্য জীবিকার দরকার হয়। সরকারকে সব কিছুই ভাবতে হয়।
আগামী ৭-১৪ আগস্ট পর্যন্ত সাত দিনে উৎসব মুখর পরিবেশে দেশের অন্তত এক কোটি মানুষকে টিকা দেয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র এ টিকাদান চলবে। এতে বয়স্ক মানুষকে অগ্রাধিকার দিয়ে তারপর অন্যদের টিকা দেয়া হবে। অধিক সংখ্যক মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে শুধু ভোটার আইডি কার্ড বা কোনো কোনো ক্ষেত্রে আরো সহজ প্রক্রিয়ায় টিকা দেয়া হবে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ, এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ৪৭ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৬৫ শতাংশ।
সরকারি হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ১৪২ জন আর নারী ৬ হাজার ৭৭৪ জন। ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছেন ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ২৩১ জনের মধ্যে পুরুষ ১৩৯ জন আর নারী ৯২ জন। বয়স বিশ্লেষণে নব্বই বছরের বেশি বয়সি ১ জন, আশি ঊর্ধ্ব ৯ জন, সত্তরোর্ধ্ব ৪৫ জন, ষাটোর্ধ্ব ৭২ জন, পঞ্চাশোর্ধ্ব ৪৬ জন, চল্লিশোর্ধ্ব ৩৪ জন, ত্রিশোর্ধ্ব ১৯ জন, বিশোর্ধ্ব ৩ জন আর দশোর্ধ্ব ২ জন। বিভাগ বিবেচনায় ঢাকা বিভাগের ৭৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫৩ জন, রাজশাহী বিভাগের ১৩ জন, খুলনা বিভাগের ৪৪ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ১৮ জন আর ময়মনসিংহ বিভাগের ১১ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়