সীমিত লকডাউনে নগরবাসীর দুর্ভোগ

আগের সংবাদ

অকারণে বের হলেই জেল

পরের সংবাদ

কেশবপুর : ভ্যানচালকের ঘরে মিলল ২৬ অজগর সাপের বাচ্চা

প্রকাশিত: জুন ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর পৌরসভা এলাকার মধ্যকুল গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের বসতঘরের মেঝের গর্ত খুঁড়ে ২৬টি অজগর সাপের বাচ্চা পাওয়া গেছে। আলমগীর হোসেন জানান, মাটির বসতঘরের মেঝের একটি গর্ত থেকে গত সোমবার দুপুরের দিকে তার ছোট মেয়ে প্রথমে একটি সাপের বাচ্চা বের হতে দেখে। সেই বাচ্চাটি মেরে ফেলা হয়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়ি আসেন। তারপর তিনি গর্ত খুঁড়ে একে একে আরো ২৫টি অজগর সাপের বাচ্চা পান এবং বাচ্চাগুলো মেরে ফেলা হয়। বড় অজগর সাপের সন্ধানে সাপুড়িয়া এনে বিকাল পর্যন্ত ঘরের মেঝে খোঁড়া হলেও আর কোনো সাপ পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়