সাভারে সাংবাদিকের গাড়িতে দুর্বৃত্তদের হানা

আগের সংবাদ

তিন কলেজের শিক্ষার্থীর সংঘর্ষ সায়েন্স ল্যাবে : ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

পরের সংবাদ

টুকরো খবর

প্রকাশিত: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আলোচনা সভা
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ভোলাহাটে বিভিন্ন দাবিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাবেক কমান্ডার মো. নুরুল হকের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ। মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, সরকারি রেশনিং ব্যবস্থা, উৎসব ভাতা বৃদ্ধি, সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরান্বিত করার দাবিতে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মুনির উদ্দিন মুন্টু, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, আফসার হোসেন, মো. আলাউদ্দিন, আলী ইমাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে মো. রাজু আহম্মেদ প্রমুখ।
কর্মশালা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : পার্বতীপুরে ভলান্টিয়ার, স্কাউট শিক্ষক, ইমাম, পুরোহিত, গ্রামপুলিশ এবং ইউনিয়ন সমাজকর্মীদের নিয়ে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক পাচার রোধে করণীয়বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে গতকাল শনিবার দিনব্যাপী এ কর্মশালাটি স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে আয়োজন করে উপজেলা সমাজসেবা অফিস। কর্মশালায় আলোচক ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল। উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকশানা বারী রুকুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গ্রামপুলিশ, কাজি, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন।
ফুটবল টুর্নামেন্ট
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ার তালোড়ায় মুক্তাগাছা সমাজসেবা সমিতির আয়োজনে বঙ্গবন্ধু নকআউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় কাহালুর চাঁদপুর একাদশ ১-০ গোলে বগুড়ার উপশহর নিশিন্দারা ফ্রেন্ডস ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে এক পুরস্কার বিতরণী সভা সমিতির সভাপতি শিমুল আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুল আলম অরভিলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলী, শামছুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা প্রমুখ।
নবীনবরণ
হাতিয়া (নোয়াখালীর) প্রতিনিধি : হাতিয়া আদর্শ মহিলা কলেজের নবীনবরণ ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করার পাশাপাশি ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৫ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা ও কলেজের সভাপতি মোহাম্মদ আলীর পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। মোকারম বিল্যাহ শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আয়েশা ফেরদাউস। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মুর্শেদ লিটন, হাতিয়া আদর্শ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যাহ, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল হোসেন।
পুরস্কার বিতরণ
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি। বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, থানার ওসি শুভ রঞ্জন চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালি উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য ফারুক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়