সহিংসতা প্রতিরোধে মাঠে থাকবে ১৪ দল

আগের সংবাদ

পঞ্চগড়ে নৌকা ডুবে নিহত ২৫, নিখোঁজ অর্ধশতাধিক : করতোয়া তীরে শোকের মাতম

পরের সংবাদ

দুপচাঁচিয়ায় সম্প্রীতি কমিটির সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : গোবিন্দপুর ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকালে ইউনিয়নের চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন মল্লিকের সভাপতিত্বে ও সচিব উত্তম কুমারের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদী। এ সময় দুপচাঁচিয়া থানার এসআই মো. সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, বীর মুক্তিযোদ্ধা এফ এম আত্তাব হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম (পলাশ), সাধারণ সম্পাদক মো. সামছুল হক, স্থানীয় মসজিদের ইমাম ও সনাতন ধর্মের প্রতিনিধি এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মের বৃহৎ ধর্র্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সহযোগিতা করার জন্য সভায় আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়