বেড়ানোর বাহানায় ইয়াবা পাচার, গ্রেপ্তার দুই

আগের সংবাদ

মহাসড়ক যেন মরণফাঁদ

পরের সংবাদ

দুই যুগ পর হত্যা মামলার আসামি গ্রেপ্তার : রামগড়

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি : রামগড়ে দুই যুগ ধরে পালিয়ে থাকা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি করিম উল্লা (৬০) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের লালমাই এলাকার গহীন জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করিম উল্লা রামগড় ইউনিয়নের লামকুপাড়া এলাকার মৃত টুকু মিয়ার ছেলে। পুলিশ জানায়, দীর্ঘ প্রায় দুই যুগ পলাতক থাকার পর গত সোমবার রাত ১০টার সময় প্রযুক্তির সাহায্যে রামগড় থানার এসআই শামসুল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়নের লালমাই এলাকার গহীন জঙ্গলে একটি ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রামগড় থানার এসআই শামসুল আমীন জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০১ সালে খাগড়াবিলের আলোচিত আলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন করিম উল্লা। সঙ্গবদ্ধ ডাকাতদল ২০০১ সালে আলাম নামে তাদের অপর এক সহযোগীকে নিজ বাড়িতে হামলা করে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়