পররাষ্ট্রমন্ত্রী : সোমবার ২৮৫ বিজিপি সদস্যকে ফিরিয়ে নেবে মিয়ানমার

আগের সংবাদ

শ্রীমঙ্গলে নাট্যবেদ নৃত্য নিকেতনের রজতজয়ন্তী

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে নাট্যবেদ নৃত্য নিকেতনের রজত জয়ন্তী উৎসব।
শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব।
নাট্যবেদ নৃত্য নিকেতনের পরিচালক অনিতা দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম এ শ্রীমঙ্গলের সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) স›দ্বীপ তালুকদার, কলকাতার সারেগামা পা-এর বিখ্যাত বাউল সম্রাট নিত্যানন্দ খেপা বাউল ও হরিদাশ বাউল, আসাম থেকে আগত বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিকেক আচার্য্য, সাংস্কৃৃতিক ব্যক্তিত্ব জহর তরফদার, শ্যামল আচার্য্য, একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, নৃত্য গুরু নিলাঞ্জনা জুই, নৃত্য প্রশিক্ষক দ্বীপ দত্ত আকাশ। এর আগে রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যালে ট্রুপের পরিচালক মো. আমানুল হক। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয় শতাধিক নৃত্যশিল্পী। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়