বেড়ানোর বাহানায় ইয়াবা পাচার, গ্রেপ্তার দুই

আগের সংবাদ

মহাসড়ক যেন মরণফাঁদ

পরের সংবাদ

চাঁদার দাবিতে মারধর : চৌকিদারসহ ১১ জনকে আসামি করে মামলা

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ায় দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে আ. ছালাম হাওলাদার (৫৬) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। পরে ওই ঘটনায় চৌকিদারসহ ১১ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার আদালতে একটি মামলা করেন ভুক্তভোগী ব্যক্তি। আসামিদের সবার বাড়ি মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মহিপুর ইউনিয়নের নিজামপুর গ্রামের বাসিন্দা আ. ছালামের আর্থিক অবস্থা ভালো হওয়ায় শুঁটকি মাছের ব্যবসা করার জন্য বাদীকে টাকা দিতে বলে প্রতিবেশী হাবিব চৌকিদারসহ বাকিরা। কিন্তু আসামিদের লেনদেন ভালো না হওয়ায় ব্যবসা করতে দ্বিমত জানান ছালাম হাওলাদার। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আসামিরা। পরে তারা একজোট হয়ে মামলার বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ৮ এপ্রিল দুপুরে ছালাম জোহরের নামাজ আদায় করে বাড়ি ফিরছিলেন। পথে আসামিরা একত্রিত হয়ে ছালামের পথ রোধ করে তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিঠিয়ে গুরুতর জখম করে এবং তার সঙ্গে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় প্রধান আসামি হাবিব চৌকিদার। এ সময় ছালামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও তাদের দাবিকৃত টাকা দেয়ার জন্য হুমকি দেয়। পরে স্থানীয়রা ভুক্তভোগীকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, মামলার কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়