মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ২০

আগের সংবাদ

ভোগান্তি মেনেই ঘরে ফেরা : ঈদযাত্রা

পরের সংবাদ

লিটন প্রসঙ্গে যা বললেন সুজন

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার ও সাবেক টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন গতকাল জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে তিনি ভবিষ্যতে আর কোনো কাজ করতে চান না। কারণ হিসেবে দাঁড় করিয়েছেন গত বিশ্বকাপে তাকে বাংলাদেশ দলে যথাযথ সম্মান না করা।
দুঃসময় যাচ্ছে লিটন দাসের। ব্যাট হাতে কোনো ফরম্যাটেই স্বস্তি পাচ্ছেন না তিনি। এই অবস্থায় অনেকেই তাকে বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে বিরতি থাকায় লিটন সুযোগটা খুব ভালো মতোই নিলেন। তাইতো চলমান ঢাকা প্রিমিয়ার লিগ থেকে ছুটি নিয়েছেন বাঁহাতি ব্যাটার। তার দল আবাহনী লিমিটেডও ছুটি মঞ্জুর করেছে। দলের কোচ খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।
মিরপুরে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির এই পরিচালক। এ সময় সুজন বিশ্বকাপ প্রসঙ্গ টেনে এনে বলেন, ‘মনে হয় আমি বাংলাদেশ ক্রিকেটের সমাধান না এখন।
বাংলাদেশের আরো ভালো সমাধান আছে। আর আমি এটাতে ইন্টারেস্টেডও (আগ্রহী) না। আমি মনে করি আমি ভালো চাকরি করছি। শেষ বিশ্বকাপে যা করেছি আমি মনে করি আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে ওটা যায় না আসলে।
হয়তোবা আমি এত বড় কোচ না তারপরও আমার সম্মান আছে। আর আমার মনে হয় সেই সম্মানটা আমি শেষ বিশ্বকাপে পাইনি। সুতরাং আমি ওটা করতে চাই না আর কোনোদিনও।’
টিম ডিরেক্টরের পদে আবার ফিরবেন কিনা; এমন প্রশ্নে সুজন বলেন, ‘আমি ওসব পদে যেতে চাই না। আমি খুশি আমার জীবন নিয়ে।
আমি আবাহনীর কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। আমার দেশের ক্রিকেটের উন্নতির জন্য যদি কোনো সাহায্য করতে হয় করব। কিন্তু জাতীয় দলের অ্যাসাইনমেন্টগুলো আমি ডিজার্ভ করি না।’
বিশ্বকাপ থেকে ফেরার পর সুজন জানিয়েছিলেন, দল সাজানো থেকে শুরু করে কোনো বিষয়ে তার মতামত নেয়া হয়নি। গুঞ্জন আছে, বিশ্ব আসরে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে নাকি তেমন বনিবনাও হয়নি তার। এবার সুজনের বক্তব্যেও প্রকাশ পেল হাথুরুর প্রতি ক্ষোভ। টাইগারদের প্রধান কোচকে নিয়ে তিনি বলেন, ‘হাথুরুসিংহে হয়তো বিশ্বের সেরা কোচ হতে পারে সেটা কোনো বিষয় না আমার কাছে। আমার কাছে আমি বাংলাদেশের সম্মানিত কোচ। আমার খেলোয়াড়রা সম্মান করে। আমার সম্মান আমি হারাতে চাই না।’
নিজের দায়িত্ব এবং বোর্ড সভাপতিকে নিয়ে সুজন বলেন ‘পাপন ভাই আমার অধিনায়ক উনি আমাকে যখন বলে যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করব। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। এত বড় বড় কোচরা আসছে যারা হাইলি পেইড, তাদের মধ্যে আমার না যাওয়াটাই ভালো।’ ওই সময় সম্মানের কথা উল্লেখ করে বোর্ড সভাপতির কাছে অনুরোধ রেখে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘আমি এখন আর ২৮-২৯ বছরের বালক না। আমার সম্মানটা এখন আমাকে রাখতে হবে। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি রিকোয়েস্ট করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোনো কাজ করতে না বলেন।’
উল্লেখ্য সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের চেহারাই বদলে গেছে। অধিনায়ক বদলের পাশাপাশি পরিবর্তন এসেছে টিম ম্যানেজমেন্টের সব সেক্টরে। বিশ্ব আসরের পর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে বেশ কয়েকজন কোচকেও। সেই ধারাবাহিকতায় এবার টিম ডিরেক্টর সুজনও দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন।
অন্যদিকে ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দল আবাহনীকে যথেষ্ট শক্তিশালী দল দাবি করে সেখানে জায়গা পাওয়া কারো জন্য সহজ হবে না বলে সাফ জানিয়েছেন সুজন। তিনি বলেন,‘ আবাহনী এখন জাতীয় দল থেকেও ভালো! সুতরাং যারা আবাহনীর জন্য প্রতিদিন অনুশীলন করছে, পারফর্ম করছে, তাদের ফেলে দেয়া সহজ নয়।’
এ সময় আবাহনীর হয়ে খেলা ফর্মহীনতায় ভোগতে থাকা লিটনকে নিয়ে সুজন বলেন ‘লিটন একটা ব্রেক চেয়েছে। তার দিনে লিটন ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার। আমি সব সময় লিটনের ব্যাটিং অনেক পছন্দ করি। ওর ব্যাটিং দেখা অন্য রকম ব্যাপার। মেন্টালি হয়তো ব্লক আছে। রান করেনি। যদি আমার ওই ফ্লেক্সিবিলিটি না থাকত তাহলে হয়তো আমি লিটনকে এই ব্রেকটা দিতাম না। ফ্লেক্সিবিলিটি আছে, আমাদের যে ব্যাটিং অর্ডার আমি মনে করি একটা ব্রেক নিয়েই আসুক। তাকে সুপার লিগ থেকে পাব আশা করছি।’
পরে অবশ্য সম্ভাব্য সেরা একাদশই বেছে নেবেন জানিয়ে তিনি বলেন, ‘লিটন দেশসেরা ব্যাটার। ওর জন্য হয়তো দরজাটা খোলা আছে। যদি দলের ওই রকম প্রয়োজন পড়ে, অবশ্যই লিটন আবাহনীর হয়ে অনেক বছর ধরে খেলছে। পারফর্ম করছে। যদিও আমরা তাকে সর্বশেষ দুই বছর অনেক কম পেয়েছি। খেলাতে পারিনি, খেলতে পারেনি। আমি মনে করি ওরা পেশাদার। আমি আমার সেরা দলটাই বেছে নেব। শান্ত এসেছে। মোসাদ্দেক খুবই ভালো ছিল শেষ ৮ ম্যাচে। আমরা সম্ভাব্য সেরা দলটাই বেছে নেব। দিন শেষে আমি চ্যাম্পিয়ন হতে চাই।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়