মাদকবিরোধী অভিযান : রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ২০

আগের সংবাদ

ভোগান্তি মেনেই ঘরে ফেরা : ঈদযাত্রা

পরের সংবাদ

ব্রাদার্সকে উড়িয়ে প্রথম জয় রূপগঞ্জ টাইগার্সের

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩১ রানে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। টুর্নামেন্টে ৯ ম্যাচে এটি প্রথম জয় রূপগঞ্জ টাইগার্সের। প্রথমে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়নকে ১৫০ রানের লক্ষ্য দেয় রূপগঞ্জ টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে ১১৬ রানেই গুটিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। রূপগঞ্জ টাইগার্সের হয়ে ম্যাচসেরা হয়েছেন রোহান উদ দৌলা বর্ষণ। বল হাতে তিনি নিয়েছেন দুটি উইকেট। তবে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আবু হাশিম। দিনের অন্য ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৮০ রানের জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। শুরুতে ব্যাট করতে নেমে গাজী গ্রুপকে ২৪২ রানের লক্ষ্য দেয় শাইনপুকুর। লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ১৬১ রানেই অল-আউট হয়ে যায় গাজী গ্রুপ। গাজী গ্রুপের জয়ের নায়ক ইরফান শুক্কুর। ব্যাট হাতে তিনি সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস হাঁকান। দিনের অন্য ম্যাচে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২ উইকেটে জয় পেয়েছে সিটি ক্লাব। শুরুতে ব্যাট করতে নেমে সিটি ক্লাবকে ২০৯ রানের লক্ষ্য দেয় পার্টেক্স স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হাতে রেখেই ম্যাচ নিজেদের করে নেয় সিটি ক্লাব। শাহরিয়ার কমলদের জয়ের নায়ক নাইমুর রহমান নয়ন। বল হাতে তিনি নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এখন পর্যন্ত ৯ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে রয়েছে শাইনপুুকুর ক্রিকেট ক্লাব।
বিকেএসপির ৩ নম্বর মাঠে গতকাল ব্যাটিংটা সাদামাটাই ছিল রূপগঞ্জ টাইগার্সের। ওপেনার আরাফাত সানি শূন্য রানে এবং আইচ মোল্লা ফিরেছেন ১৩ বলে ৫ রান করে। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন অধিনায়ক শামসুর রহমান শুভ। দলীয় সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস হাঁকান তিনি। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রানের ইনিংস খেলেন ফরহাদ হোসেন। ম্যাচসেরা রোহান উদ দৌলা বর্ষণ খেলেন ২৬ বলে ২১ রানের ইনিংস। এছাড়া বাকিরা কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি। তবে রূপগঞ্জ টাইগার্সের দেয়া ১৫০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই হোচট খায় ব্রাদার্স ইউনিয়ন। ওপেনার রহমতুল্লাহ আলী পেরেন দ্বিতীয় বলে শূন্য হাতে। ইমতিয়াজ খেলেন ৫৬ বলে ২২ রানের খরুচে ইনিংস। তবে দলীয় সর্বোচ্চ ২৮ রানের ইনিংসটি হাঁকান আব্দুল মাজেদ। এছাড়া ৩৮ বলে ১৭ রানের ইনিংস হাঁকান মেরাজ মাহবুব নিলয়। বাকিরা কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। শূন্য হাতে ফিরেছেন নাঈম ইসলাম ও জোবায়ের হোসাইন। ফলে ১১৬ রানেই অল-আউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। এদিকে মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সুর্যের দেখা মেলেনি বললেই চলে। ফলে জ¦লেছে ফ্লাডলাইট। এমন ম্যাচে গতির ঝড় তুলেছেন নাহিদ রানা, ঘূর্ণি জাদুতে প্রতিপক্ষকে দিশেহারা করেছেন রিশাদ হোসেন। তাতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বড় জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
বৃষ্টির কারণে ওভার কমে যায় ৭টি। টস হেরে ব্যাটিং করতে নেমে শাইনপুকুর ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪২ রান করে। তাড়া করতে নেমে নাহিদ-রিশাদের তোপে ৩৫ ওভারে মাত্র ১৬১ রানে অলআউট হয় গাজী। ৮০ রানে জিতে হাসি মুখে মাঠ ছাড়ে শাইনপুকুর। ৯ ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়। অন্যদিকে সমান ম্যাচে গাজীর এটি চতুর্থ হার। নাহিদ ৯ ওভারে ৩৮ রান দিয়ে নেন ৪ উইকেট। ৭ ওভারে সমান উইকেট নেন রিশাদ। দুজনে ম্যাচ শেষ করে দেন। ১টি করে উইকেট নেন আরাফাত সানি ও হাসান মুরাদ। গাজীর হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সাব্বির হোসেন। ২০ রান আসে মঈন খানের ব্যাট থেকে। আর কেউ এর বেশি করতে পারেননি। পাঁচ ব্যাটার আউট হয়েছেন দুই অঙ্ক ছোঁয়ার আগে। এর আগে ইরফান শুক্কুর ও খালিদ হাসানের ফিফটিতে চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে শাইনপুকুর। সর্বোচ্চ ৮৪ রান আসে শুক্কুরের ব্যাট থেকে। ৭৫ বলে ৮টি চার ও ২টি ছয়ে এই রান করেন তিনি। ৬৩ রান আসে খালিদের ব্যাট থেকে। তবে তার ইনিংস ছিল ধীরগতির। বল হজম করেন ৯৯টি। ৫টি চার ও ১টি ছয়ে এই রান করেন তিনি। এ ছাড়া জিসান আলম করেন ২০ রান। গাজীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুয়েল মিয়া। ২টি করে উইকেট নেন আব্দুল গাফফার-মঈন খান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়