ডায়েট ভুলে জমিয়ে খান নুসরাত

আগের সংবাদ

অভিযানে কোণঠাসা কেএনএফ

পরের সংবাদ

কেভিনের জোড়া গোলে জয়ে ফিরল ম্যানসিটি

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওয়ালার শিষ্যদের মধ্যে গতকাল জোড়া গোল করেছেন কেভিন ডি ব্রুইনে। অবশিষ্ট গোলগুলো এসেছে তারকা ফরোয়ার্ড আর্লিং হলান্ড ও রিকো লুইসের পা থেকে। এদিকে ক্রিস্টাল প্যালেসের হয়ে গতাকাল গোল দুটি করেছেন জ্য-ফিলিপ মাতেতা ও এদুয়া। এ জয়ে আর্সেনালকে টপকে শীর্ষে থাকা লিভারপুলের সাথে সমান ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুই-এ উঠে এসেছে ম্যানসিটি। এদিকে সৌদি প্রো লিগে দামাক এফসির বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে রোনালদোর ক্লাব আল নাসর। সৌদি আরবের ক্লাবটির হয়ে একমাত্র গোলটি করেছেন ফরাসি ফরোয়ার্ড অ্যামেরিক লাপোর্তে। এ পর্যন্ত ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুই-এ রয়েছে আল নাসর।
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাকি আট রাউন্ডে সিটির সামনে কোনোরকম পা হড়কানোর সুযোগ নেই, তাই ঝুঁকি এড়াতে আগের ম্যাচে বিশ্রামে থাকা ডে ব্রুইনে, হলান্ড ও জন স্টোন্সকে ফিরিয়ে শুরুর একাদশ সাজান পেপ গার্দিওয়ালা। তবে শুরুটা একেবারেই ভালো হয়নি শিরোপাধারীদের, তৃতীয় মিনিটেই গোল খেয়ে বসে তারা। সতীর্থের রক্ষণচেরা থ্রæ পাস ধরে বক্সে ঢুকে দারুণ শটে প্যালেসকে এগিয়ে নেন জ্য-ফিলিপ মাতেতা। গত ডিসেম্বরে সিটির মাঠে ওই ড্র ম্যাচেও দলের প্রথম গোলটি করেছিলেন এই ফরাসি স্ট্রাইকার। চমৎকার এক গোলে ১০ মিনিট পরই সমতা টানেন ডে ব্রুইনে। বাঁ-দিক দিয়ে বল পায়ে এগিয়ে বাইলাইনের কাছ থেকে দুজনের বাধা এড়িয়ে কটব্যাক করেন জ্যাক গ্রিলিশ। আর বল ধরে বক্সে ঢুকে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার। উনবিংশ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় সিটি। ডে ব্রুইনের দারুণ থ্রæ পাস ধরে প্রতিপক্ষের একজনকে পেছনে ফেলে বক্সে ঢুকে পড়েন হলান্ড। সামনে তখন একমাত্র বাধা গোলরক্ষক; কিন্তু ওয়ান-অন-ওয়ানে সফল হতে পারেননি নরওয়ের তারকা, তার শট পা বাড়িয়ে রুখে দেন গোলরক্ষক। ৩৮তম মিনিটে ভাগ্যের জোরে বেঁচে যায় গত তিনবারের চ্যাম্পিয়নরা। ঘানার ফরোয়ার্ড জর্ডান আইয়ুর জোরাল শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে বাধা পায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোলের দেখা পায় সিটি। ডি-বক্সে উড়ে আসা একটি ক্রস প্যালেসের ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পেয়ে যান লুইস, আট গজ দূর থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন ১৯ বছর বয়সি ইংলিশ ডিফেন্ডার। এগিয়ে যাওয়ার পর আরও চাপ বাড়ায় সিটি। ৬৬তম মিনিটে হলান্ডের ব্যবধান বাড়ানো গোলে ম্যাচের নিয়ন্ত্রণও পেয়ে যায় তারা। ডে ব্রুইনের পাস ধরে কাছ থেকে লক্ষ্যভেদ করেন আসরের সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জালের দেখা পেলেন হলান্ড। এবারের প্রিমিয়ার লিগে তার গোল হলো ১৯টি। চার মিনিট পর আবারও প্রতিপক্ষের জালে বল জড়ায় সিটি। রদ্রির পাস পেয়ে বাঁ-পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডে ব্রুইনে। এতে জয়টাও প্রায় নিশ্চিত হয়ে যায় সফরকারীদের। শেষ দিকে ফরাসি ফরোয়ার্ড এদুয়া একটি গোল শোধ করলেও, তা সিটির জয়ের পথে কোনো বাধা হতে পারেনি। টানা দুই জয় এবং এই দুই ম্যাচেই প্রতিপক্ষের জালে চারবার করে বল পাঠানোর আত্মবিশ্বাস নিয়ে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নামবে গুয়ার্দিওলার দল। সেখানে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে তারা খেলবে রিয়াল মাদ্রিদের মাঠে।
এদিকে সৌদি প্রো লিগে শেষ মুহূর্তের গোলে জয় পায় রোনালদোর ক্লাব আল নাসর। সৌদি প্রো লিগের শিরোপা জয় হয়তো সম্ভব নয় এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবের। প্রো লিগে ২৭ ম্যাচে ৭৭ পয়েন্ট আল হিলালের। গতকাল রাতে দামাক ক্লাবকে হারানোর পর আল নাসরের ২৭ ম্যাচে পয়েন্ট ৬৫। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান ১২। এই ব্যবধান আপাতত ঘোচানোর কোনো সুযোগ নেই দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের পক্ষে। তবে দামাকের বিপক্ষে ম্যাচে পয়েন্ট হারাতে বসেছিল আল নাসর। ম্যাচের শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে গিয়ে অ্যামেরিক লাপোর্তে গোল করে আল নাসরকে ১-০ গোলে জয় এনে দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়