আজকের খেলা

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাস নির্মূল হোক

পরের সংবাদ

মান্দায় দুর্ঘটনা : শিশু সন্তানের পর মারা গেলেন মা

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : মান্দায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশু ফারাবি হোসেনের পর চলে গেলেন মা রেশমা খাতুন (৩০)। গত বৃহস্পতিবার রাত ৮টার সময় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় পাঁচ মাস বয়সি শিশু সন্তান ফারাবি হোসেন (৫) ঘটনাস্থলেই নিহত হয়। জানা গেছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক পতœীতলা উপজেলার চকগোছাই গ্রামের বাসিন্দা ফিরোজ হোসেন ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু ফারাবি। পরে আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফিরোজ হোসেন (৩৫), তার স্ত্রী রেশমা খাতুন (৩০) ও মেয়ে ফারিয়াকে (৮) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেশমা খাতুন মারা যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়