আজকের খেলা

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাস নির্মূল হোক

পরের সংবাদ

ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু : তারাগঞ্জ

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভাতিজা আব্দুল হাইয়ের লাঠির আঘাতে চাচা আতিয়ার রহমান (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমানের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামি আব্দুল হাই পলাতক রয়েছেন। আব্দুল হাই নিহতের ভাই উকবার আলীর ছেলে।
আসামিরা হলেন, আব্দুল হাই (৩৭), উকবার আলী (৭০), আব্দুল হালিম (৪৫), দেলোয়ার হোসেন (৩৮), হাফিজুল ইসলাম (৪২), হামিদুল ইসলাম (৪৮), আশরাফুল ইসলাম (৪৫), গোলবার হোসেন (৬৫), রেহানা বেগম (৪৪), বেলী বেগম (৪১), নুরজাহান বেগম (৩৫), কহিনুর বেগম (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আতিয়ার রহমান তার নিজ জমিতে ঘাস কাটছিলেন। এ সময় পূর্বশত্রæতার জের ধরে ভাতিজা আব্দুল হাই বাঁশের লাঠি দিয়ে চাচা আতিয়ার রহমানের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ থানার ওসি সিদ্দিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের ভাতিজা আব্দুল হাই পলাতক রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়