আজকের খেলা

আগের সংবাদ

পাহাড়ে সন্ত্রাস নির্মূল হোক

পরের সংবাদ

ইরফানের বোলিংয়ে সিটি ক্লাবের প্রথম জয় : পয়েন্ট টেবিলের তলানিতে রূপগঞ্জ টাইগার্স

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৬, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২০ রানে জয় পেয়েছে সিটি ক্লাব। টুর্নামেন্টে ৮ ম্যাচে প্রথমবার জয়ের দেখা পেল শাহরিয়ার কমলের দল। প্রথমে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়নকে ২৫২ রানের লক্ষ্য দেয় সিটি ক্লাব। লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ওভার শেষে ২৩১ রানে গুটিয়ে যায় ব্রাদার্সের ইনিংস। সিটি ক্লাবের জয়ের নায়ক ইরফান হোসাইন। বল হাতে তিনি নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। দিনের অন্য ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে শাইনপুুকুর ক্রিকেট ক্লাব। শুরুতে ব্যাট করতে নেমে ১১০ রানের পুঁজি গড়ে রূপগঞ্জ টাইগার্স। সহজ লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৯ ওভারে বিনা উইকেটে ম্যাচ নিজেদের করে নেয় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। আকবর আলীদের জয়ের নায়ক হাসান মুরাদ। বল হাতে তিনি নিয়েছেন সর্বোচ্চ ৪টি উইকেট। এ নিয়ে টুর্নামেন্টের ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ পাঁচে অবস্থান করছে শাইনপুুকুর ক্রিকেট ক্লাব। অন্যদিকে লিগের সবকটি ম্যাচে হেরে টেবিলের তলানিতে অবস্থান করছে রূপগঞ্জ টাইগার্স।
ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গতকাল ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন সিটি ক্লাবের ব্যাটাররা। দুজন দেখা পান অর্ধ-শতকের। সাজ্জাদুল হক রিপন ৮৪ বলে ৭০ রানের এবং মইনুল ইসলাম সোহেল ৭৪ বলে ৫৩ রানের ইনিংস হাঁকান। এছাড়া ৬৭ বলে ৪১ রানের ইনিংস হাঁকান হাসান।
তবে সিটি ক্লাবের শিবিরে ব্যার্থতার রেকর্ডও রয়েছে। শূন্য হাতে ফেরেন দুই ব্যাটার সাদিকুর রহমান ও কাফিল উদ্দিন। নাইমুর রহমান নয়ন ও আসাদুল্লাহিল গালিব ফেরেন ১ রানে। ব্রাদার্স ইউনিয়নের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি।
মাহমুদুল হাসান হাসান পেয়েছেন দুটি উইকেট। ১ করে উইকেট পেয়েছেন মাহবুব নিলয় ও রহমতুল্লাহ আলি। সিটি ক্লাবের দেয়া ২৫২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল ব্রাদার্স ইউনিয়ন। ওপেনার রহমতুল্লাহ আলী খেলেছেন ৬৯ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন আসিফ আহমেদ রাতুল। এছাড়া ৩৩ বলে ৩০ রানের ইনিংস খেলেন রাহাতুল ফেরদৌস। ৩৫ বল খেলে ২৫ রান নেন ইমতিয়াজ হোসাইন। তবে ব্রাদার্স ইউনিয়নের ব্যাটারদের জন্য কাল হলো ইরফান হোসাইন। একাই ব্রাদার্সের পাঁচ ব্যাটার-রহমতুল্লাহ আলী, মাহমুদুল হাসান, আসিফ আহমেদ রাতুল আব্দুল মাজেদ, রাহাতুল ফেরদৌসকে সাজঘরে ফেরান তিনি। তবে অল-আউট হওয়ার আগেই নির্ধারিত ওভার শেষ হয়ে যায় মাত্র ২০ রান বাকি থাকতেই।
দিনের অপর ম্যাচে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেবিলের তলানিতে থাকা রূপগঞ্জ টাইগার্সের ব্যাটারদের ব্যাট হাতে দাঁড়াতে দেয়নি শাইনপুকুরের বোলাররা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। ওপেনিংয়ে নামা আব্দুল্লাহ আল মামুনকে ২০ রানে এবং আইচ মোল্লাকে ৭ রানেই সাজঘরে ফেরান যথাক্রমে মেহরাব হোসাইন ও রবিউল হক। এরপর টানা দুটি উইকেট নেন আরাফাত সানি। ২১ বল খরচ করে মাত্র ৫ রানের ইনিংস খেলা আশফাক রোহানকে এবং ৪৭ বলে ১৭ রানের ইনিংস খেলা আসাদুল্লাহ আল গালিবকে সাজঘরে ফেরান তিনি। এরপর জাতীয় দলের উদিয়মান তারকা রিশাদ হোসাইন সাজঘরে ফেরান ৩০ বলে ১১ রান করা শামসুর রহমান শুভকে। টানা দুটো উইকেট নেন ম্যাচসেরা হাসান মুরাদ।
রূপগঞ্জ টাইগার্সের অধিনায়ক ফরহাদ হোসাইন ও আবু হাসিমকে সাজঘরে ফেরান তিনি। এরপর মেহরাব হোসেনের হাতে ওঠে আরেকটি উইকেট। তিনি সাজঘরে ফেরান সালমান হোসাইন ইমনকে। সর্বশেষ দুটি উইকেটও শিকার করে নিয়ে মোট ৪ উইকেটের মালিক হয়ে যান হাসান মুরাদ। রূপগঞ্জ টাইগার্সের দেয়া ১১১ রানের সহজ লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে নেমে কোনো উইকেট হারাতে হয়নি শাইনপুকুরকে। দুই ওপেনার দারূণভাবে অপরাজিত ইনিংস খেলে ম্যাচ জেতান। ওপেনার তানজিদ হাসান তামিম ৪৮ রানের ও জিসান আলম খেলেন ৫৮ রানের অপরাজিত ইনিংস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়