সাবের হোসেন চৌধুরী : বনের জমি দখলে সরকারি প্রতিষ্ঠানকেও ছাড় নয়, বন কর্মকর্তার খুনিদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

আগের সংবাদ

সর্বাত্মক অভিযানে যৌথবাহিনী

পরের সংবাদ

বেনাপোলে ৮০০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) থেকে : বেনাপোল সীমান্ত থেকে ৮০০ বোতল ফেন্সিডিলসহ কেসমত আলী (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬। গত বুধবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার ভারত সীমান্তঘেঁষা বাহাদুরপুর গ্রামের একটি বাঁশ বাগানে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। কেসমত আলী বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মাদক ব্যবসায়ী বিক্রির জন্য ফেন্সিডিল মজুদ করছে গোপনে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় কেসমত আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যেও ভিত্তিতে বাগানের ভেতর একটি ডোবা থেকে ৮০০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ওই মাদক ব্যবসায়ী কম দামে ফেন্সিডিল কিনে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।
আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জব্দ করা ফেন্সিডিল বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়