সাবের হোসেন চৌধুরী : বনের জমি দখলে সরকারি প্রতিষ্ঠানকেও ছাড় নয়, বন কর্মকর্তার খুনিদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে

আগের সংবাদ

সর্বাত্মক অভিযানে যৌথবাহিনী

পরের সংবাদ

ঈদসামগ্রী পেলেন আত্মসমর্পণকারী ২৮৪ জলদস্যু : শ্যামনগর

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৫, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) থেকে : সুন্দরবনের ২৭টি জলদস্যু বাহিনীর মধ্যে ২৮৪ জন সদস্যের আত্মসমর্পণের মাধ্যমে ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যুমুক্ত ঘোষণা করেন। সুন্দরবনের বাওয়ালি, মৌয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ বিশেষ করে মৎস্যজীবীরা। নির্বিঘেœ নির্ভয়ে সুন্দরবনে আসছেন দর্শনার্থী ও পর্যটকরা। বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যুদের বিরুদ্ধে জারিকৃত চাঞ্চল্যকর মামলা ব্যতীত অন্যান্য মামলা বিশেষ বিবেচনায় চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে ওই সময় আত্মসমর্পণকারী ২৮৪ জলদস্যুদের মধ্যে ৮৬ জনকে ঘর, ৭৬ জনকে মুদি দোকান, ১০৫ জনকে গরু ও ১৬ জনকে নৌকা প্রদান করা হয়েছিল। এছাড়া র?্যাব-৮ এর মহাপরিচালকের পক্ষ থেকে প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহায় ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার শ্যামনগর মুন্সীগঞ্জ বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ সুপার আবু হাসানের নেতৃত্বে ৫৪ জনকে এবং বাগেরহাটে ৩২, ভাগায় ৮৬, মংলায় ৫৮, খুলনা জিরো পয়েন্টে ২৬, চুবনগরে ১, তালা বাজার ৩, শিববাড়ী ৪ ও কয়রা ১৩ জনকে র?্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ওই ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, সয়াবিন তেল, ঘি, সেমাই, চিনি, গুঁড়া দুধ, লবন, বাদাম/কিসমিস, জিরা, এলাজ, দারুচিনি, পেয়াজ ও নগদ ১০০০ হাজার টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়