গয়েশ্বর চন্দ্র রায় : ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট আওয়ামী লীগ

আগের সংবাদ

বহুমাত্রিক কৌশল আ.লীগের

পরের সংবাদ

সিংগাইর : ১০ বছর দণ্ডিত ডাকাত সর্দার গ্রেপ্তার

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত দলের সর্দার তুহিন ওরফে নজরুলকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত তুহিন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চরখালিয়া গ্রামের মো. ওসমানের ছেলে। গতকাল রবিবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৪, সিপিসি-৩ এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন। এর আগে গত শনিবার দিবাগত রাতে পার্শ্ববর্তী চন্দনপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, তুহিন ওরফে নজরুল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ও অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ, সাভার ও আশুলিয়াসহ ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল। ২০১৩ সালের ১৩ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে সিংগাইর থানা পুলিশ অবৈধ অস্ত্রসহ তুহিনকে গ্রেপ্তার করে অস্ত্র মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা তুহিন ওরফে নজরুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়