গয়েশ্বর চন্দ্র রায় : ভারতের সবচেয়ে নিম্নমানের প্রোডাক্ট আওয়ামী লীগ

আগের সংবাদ

বহুমাত্রিক কৌশল আ.লীগের

পরের সংবাদ

ব্যবসার কথা ভাবছে না বিসিবি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল শেষ হয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভা। এতে গঠনতন্ত্রে আর্থিক কাঠামোগত একটি সংশোধনী আনা হয়েছে। এছাড়া আঞ্চলিক ক্রিকেট সংস্থার ব্যাপারে নেয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেটে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আঞ্চলিক ক্রিকেট সংস্থা তৈরি করা হলেও তাদের আপাতত স্বাধীনতা দেবে না বিসিবি। এছাড়া ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন পায় বিসিবির বোর্ড সভায়।
সভা শেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘আঞ্চলিক ক্রিকেট সংস্থা কেন্দ্র (বিসিবির) হস্তক্ষেপ মুক্ত হবে না। আপনারা ভুল বুঝছেন, একদম ঠিক আমি বলে দিচ্ছি। এটা হবে না। যতদিন পর্যন্ত আমরা সন্তুষ্ট না হব যে তারা স্বাধীনভাবে চালাতে পারবে, ততদিন না।’
একমাত্র বরিশাল ছাড়া বাকি ছয় বিভাগের আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম অ্যাডহক কমিটি দিয়ে চলছে। বরিশালের পরিচালক আলমগীর আলো অসুস্থ থাকায় সেটি এখনো শুরু করা যায়নি। এবারের এজিএমে অ্যাডহক কমিটিকে নির্বাচনের নির্দেশ দিয়েছেন বিসিবি সভাপতি। আলাদা আলাদা ক্রিকেট সংস্থা হলেও বিসিবিই দেবে শেষ সিদ্ধান্ত।
এ সময় বিসিবি সভাপতি জানান, তাদের আগে পারফর্ম করে প্রমাণ করতে হবে। প্রমাণের জন্য ‘টেস্ট কেস’ হিসেবে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টের নির্দেশনা দেয়া হয়েছে। যার জন্য বরাদ্ধ রাখা হয়েছে ২০ লাখ টাকা।’
বিসিবি সভাপতির ভাষ্য অনুযায়ী, আঞ্চলিক সংস্থা যারা চালাবেন তাদের সক্ষমতা দেখা হবে। বরাদ্ধকৃত অর্থের সঠিক প্রয়োগ হচ্ছে কিনা সেটাও নজরে রাখা হবে তীক্ষèভাবে।
গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৬-এর উপঅনুচ্ছেদ ৬.১৭ ও উপঅনুচ্ছেদ ৬.২০ এর সংশোধনী প্রস্তাব দুটিকে কেন্দ্র করে কৌতূহল ছড়িয়েছিল বিসিবি কি তাহলে লাভজনক প্রতিষ্ঠান হয়ে উঠতে বাণিজ্যিক দিকে যাচ্ছে? এমনকি বিসিবি শেয়ারবাজারে যাচ্ছে-ছড়িয়েছিল এমন গুঞ্জনও।
গতকাল সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংশোধনী প্রস্তাব দুটি অনুমোদন হওয়ার কথা জানানোর পর এক প্রশ্নের জবাবে সংস্থার প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন বিসিবির বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়ে ওঠার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ‘অর্থনৈতিক লেনদেন ও ব্যাংকিং যে কার্যক্রম, এগুলোতে আরো গতিশীলতা আনার জন্য এবং আমাদের লিগ্যাল অ্যাডভাইজ অনুযায়ী এই পরিবর্তনগুলো আনা হয়েছে, যেমন আমাদের ব্যাংকিং কার্যক্রমে …আপনারা জানেন যে স¤প্রতি বাংলাদেশ ব্যাংকের অনেক কমপ্লাইন্সেস পূরণ করতে হয়, যে কোনো অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। মূলত এসব ক্ষেত্রে যেসব ফ্যাক্টরগুলো বিবেচনা করা হয়, সেগুলোর আলোকেই এই দুইটা অনুচ্ছেদে আমাদের সংশোধনী আনা হয়েছে।’
বিসিবি টিভি কেমন হবে, এ ব্যাপারেও অবশ্য স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এমনকি স্যাটেলাইট টেলিভেশন হবে কিনা, এ ব্যাপারেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন, মূলত অন্য চ্যানেলগুলো যেসব খেলা দেখাবে না সেগুলোই বিসিবি টিভিতে স¤প্রচার করা হবে।
আয় ব্যয়ের হিসাব সংক্রান্ত বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘সব সময় আইসিসির দেয়া অডিটর দিয়ে আমরা অডিট করাই। এবার আসছে গ্র্যান্ড থনটন ইন্টারন্যাশনাল। এরাও বিশ্বের শীর্ষ পাঁচের একটি। এটাও অনুমোদন হয়ে গেছে। এছাড়া বোর্ডের চলতি আর্থিক সালের (১ জুলাই ২০২৩ থেকে ৩০ জুন ২০২৪) বাজেট অনুমোদিত হয়। সম্ভাব্য আয় হচ্ছে ৪৪৬ কোটি টাকা এবং সম্ভাব্য ব্যয় হচ্ছে ৪০৭ কোটি টাকা। মোট উদ্ধৃত্ত ৩৯ কোটি টাকা।’
বিসিবির ৯০০ কোটি টাকারও বেশি এফডিআর করা আছে। এরপরও বর্তমান বর্ধিত ব্যয় নিয়ে চিন্তিত বিসিবি। এ নিয়ে পাপন বলেন, ‘আয় একই রকম আছে, কিন্তু ব্যয় কী হারে বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন। মূল্যস্ফীতির কারণে ব্যয় অনেক বেড়ে গেছে। আমাদের যে সেভিংসটা হতো, সামনে সেটা হবে কিনা, আমরা সেটা নিয়েই চিন্তায় আছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়