এমসিসিএইচএসএলে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

শ্রমবাজারে দুষ্ট চক্রের থাবা

পরের সংবাদ

৬ এপ্রিলের ট্রেনের টিকেট শেষ দশ মিনিটেই

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রোজার ঈদ সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরুর পঞ্চম দিনে টিকেটের চাহিদা আরো বেড়েছে। বিক্রি শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে পশ্চিমাঞ্চলের সবগুলো ট্রেনের টিকেট। গতকাল বৃহস্পতিবার বিক্রির জন্য উন্মুক্ত করা হয় ৬ এপ্রিল ঈদযাত্রার ট্রেনের টিকেট। এর মধ্যে সকালে দেয়া হয়েছে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট। দুপুর ২টায় পুর্বাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়।
বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণ করে দেখা গেছে, সকাল ৮টায় অনলাইনে টিকেট বিক্রি শুরুর আগে রাজশাহী স্টেশনের জন্য ধূমকেতু এক্সপ্রেসে ৩৫৪টি, বনলতা এক্সপ্রেসে ৬৩৬টি, সিল্কিসিটি এক্সপ্রেসে ২৮৮টি, মধুমতি এক্সপ্রেসে ৭০টি এবং পদ্মা এক্সপ্রেসে ৬৬০টি আসন ছিল। ৮টা ৫ মিনিটের মধ্যে এসব ট্রেনের সব টিকেট বিক্রি হয়ে যায়।
দিনাজপুর স্টেশনের জন্য থাকা সব টিকেট সকাল ৮টা ৬ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়। বিক্রি শুরুর আগে এই স্টেশনের জন্য একতা এক্সপ্রেসের ১৩১টি, দ্রুতযান এক্সপ্রেসের ১৬২টি এবং পঞ্চগড় এক্সপ্রেসের ২১৪টি আসন ছিল।
পার্বতীপুর স্টেশনের জন্য নীলসাগর এক্সপ্রেসের ৯০টি, একতা এক্সপ্রেসের ১০৩টি, চিলাহাটি এক্সপ্রেসের ১৫৮টি, দ্রুতযান এক্সপ্রেসের ৯৫টি, কুড়িগ্রাম এক্সপ্রেসের ৭৭টি, পঞ্চগড় এক্সপ্রেসের ১৪২টি টিকেট ছিল বিক্রি শুরুর আগে। বিক্রি শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যে এসব ট্রেনের সব টিকেট বিক্রি হয়ে যায়।
রংপুর স্টেশনের জন্য রংপুর এক্সপ্রেসের ১১২টি এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের ১১৪টি টিকেট ছিল। সকাল ৮টা ৮মিনিটের মধ্যে টিকেটগুলো বিক্রি হয়ে যায়। ওই সময় পর্যন্ত এই দুটি ট্রেনের অন্যান্য স্টেশনের জন্য বরাদ্দ টিকেটও আর বাকি ছিল না।
খুলনা স্টেশনের জন্য সুন্দরবন এক্সপ্রেসের ১০৬টি এবং চিত্রা এক্সপ্রেসের ১৮২টি টিকেট ছিল। বিক্রি শুরুর পর সকাল ৮টা ১০ মিনিটের মধ্যে সবগুলো টিকেট বিক্রি হয়ে যায়। দেখা গেছে, পশ্চিমাঞ্চলের অন্যান্য রুটের ট্রেনগুলোর টিকেটও এই সময়ের মধ্যেই বিক্রি হয়ে গেছে।
আজ শুক্রবার পাওয়া যাবে ৮ এপ্রিলের ঈদযাত্রার টিকেট, কাল শনিবার ৯ এপ্রিলের টিকেট বিক্রি হবে। ফিরতি যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকেট মিলবে।
এবারো ঈদযাত্রার কোনো টিকেট কাউন্টারে বিক্রি করা হচ্ছে না। অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকেট বিক্রি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকেট সংগ্রহ করা যাচ্ছে। এবার ঈদের আগে সারাদেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকেট বিক্রি হবে। ঈদ উপলক্ষে সারাদেশের বিভিন্ন রুটে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়