এমসিসিএইচএসএলে দুর্নীতির অভিযোগ

আগের সংবাদ

শ্রমবাজারে দুষ্ট চক্রের থাবা

পরের সংবাদ

সুনামগঞ্জের ডিসি : ফসলরক্ষা বাঁধের কাজ শতভাগ শেষ হয়েছে

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ১১:০৭ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন, হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে, সামান্য ফিনিশিংয়ের কাজ বাকি থাকলেও তা আগামী দুয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ইনশাল্লাহ যদি আবহাওয়া আমাদের অনুকূলে থাকে তাহলে ৪ হাজার কোটি টাকার সোনার ফসল ঘরে তুলতে সক্ষম হব। ইতোমধ্যেই ধান কাটার যন্ত্রপাতিসহ বাকি সবকিছুই প্রস্তুত রয়েছে। এমনকি দুর্যোগ মোকাবিলার জন্য ও প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করার জন্য সব ইউএনওদের নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভায় তিনি এ কথাগুলো বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজাউল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী-১ মো. মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী-২ মো. শামসুদ্দোহা, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, পিপি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার বলেন, ইঁদুর ও কাঁকড়ার গর্তের জন্য প্রতি বছর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এবারো এমন আশঙ্কা রয়েছে। এজন্য সব উপজেলায় জিও বেগ সরবরাহের কাজ চলমান রয়েছে। আগামীতে যেন কোনো অপ্রয়োজনীয় বাঁধের কাজ করতে না হয় সেজন্য আগেই একটি তালিকা করার আহ্বান জানান তিনি। প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার দৈনিক ভোরের কাগজের শেষের পাতায় ‘হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শতভাগ শেষ হয়নি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপরই পানি উন্নয়ন বোর্ড ও জেলা কাবিটা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি এক সভা ডেকে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে বলে দাবি করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়