আমাদের অদম্য অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

আগের সংবাদ

বাজার তদারকি দৃশ্যমান নয়

পরের সংবাদ

সোনারগাঁওয়ে ফরেস্ট চেক পোস্টে অবৈধ ফার্নিচার জব্দ

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁও ফরেস্ট চেক পোস্টে নিয়মিত টহলরত অবস্থায় ৩ লাখ টাকা মূল্যের সেগুন কাঠের ফার্নিচার উদ্ধার করেছে ফরেস্ট চেক কর্মকর্তারা। গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর এলাকা থেকে অবৈধ ফার্নিচারের গাড়িটি আটক করা হয়।
সোনারগাঁও স্টেশনের ডিউটিরত অফিসার আব্দুল মোমিন জানান, ১টি ট্রাকে ত্রিপার দিয়ে বাঁধা অবস্থায় ৫টি বক্সখাট, ২টি সোফা সেট, ২ সেট ডাইনিং টেবিল, ১টি ওয়ালসুকেস নিয়ে ঢাকা-থেকে কুমিল্লা যাওয়ার সময় মালবাহী গাড়িটি আটক করা হয়। এ সময় ফার্নিচার মালামালের তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে গাড়িসহ অবৈধ মালামাল সোনারগাঁও বন বিভাগ অফিস হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়