গ্রেপ্তার ২ : স্বামী দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভে সতীনকে হত্যা

আগের সংবাদ

ভোরের কাগজের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী : গণমাধ্যমের চ্যালেঞ্জ

পরের সংবাদ

দেয়ালচাপা পড়ে শ্রমিক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও জোড়পুকুর এলাকায় পুরাতন ভবন ভাঙার সময় দেয়ালচাপা পড়ে ইউনুস (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহতের ছেলে মো. সেলিম জানান, তার বাবা দিনমজুরের কাজ করতেন।

ঠিকাদারের মাধ্যমে খিলগাঁও জোড়পুকুর এলাকায় একটি পুরাতন ভবন ভাঙার কাজে গিয়েছিলেন তিনি। সেখানে কাজ করার সময় একটি দেয়ালের অংশ তার শরীরের উপর পড়ে। এতে গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলায়। বর্তমানে নন্দিপাড়া এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতাল ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়