গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আগের সংবাদ

সরকারের তিন অগ্রাধিকার

পরের সংবাদ

নতুন মন্ত্রিসভাকে অভিনন্দন : অর্থনীতি ও সুশাসন মোকাবিলা সরকারের চ্যালেঞ্জ

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১২, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ গ্রহণ করেছেন। সকল মন্ত্রী ও প্রতিমন্ত্রীর প্রতি রইল শ্রদ্ধা ও অভিনন্দন। ২৫ জন পূর্ণ মন্ত্রীর মধ্যে সাতজনই প্রথমবার এ দায়িত্বে আসছেন। আর ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে সাতজন আগে কখনো সরকারের দায়িত্বে ছিলেন না। পুরনো-নতুন মিলিয়ে নতুন মন্ত্রিসভার সামনে দেশের অর্থনীতি সামাল দেয়াকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী বিচক্ষণতার সঙ্গে মন্ত্রিসভা গঠন করেছেন বলা যায়। প্রবীণ ও বয়োজ্যেষ্ঠ মন্ত্রীদের অনেকের জায়গা হয়নি নতুন মন্ত্রিসভায়। অর্থনৈতিক সংকটের মধ্যে দাঁড়িয়ে ভোটের আগে ইশতেহারে সমৃদ্ধ আগামীর স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোটে জয়ের পর নতুন মন্ত্রিসভায় মিলছে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তনের আভাস স্পস্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং তার লক্ষ্য বাস্তবায়নে নতুন মন্ত্রিপরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি। গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি করে আসন পেয়েছে। একটি আসনে জয় পেয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। বুধবার ২৯৮ জন সংসদ সদস্য স্পিকারের কাছ থেকে শপথ নেন। সেদিনই আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। শেখ হাসিনা গত বুধবার বিকালে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে টানা চতুর্থ মেয়াদে তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। এর পরই অন্যান্য আনুষ্ঠানিকতা শুরু হয়। নতুন মন্ত্রিসভায় জায়গা হয়নি গত পাঁচ বছর ধরে বিভিন্ন ঘটনায় আলোচিত-সমালোচিত অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কৃষিমন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের। তাদের জায়গায় নতুন মুখ বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন সরকারের ২৫ জন পূর্ণ মন্ত্রীর মধ্যে বর্তমান সরকারের মন্ত্রী আছেন ১০ জন। তবে মন্ত্রিসভায় জায়গা পাননি জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের অন্য কোনো শরিক দলের কোনো নেতা। নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, সাবের হোসেন চৌধুরী, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আসাদুজ্জামান খান, ডা. দীপু মনি, মো. তাজুল ইসলাম, আনিসুল হক, সাধন চন্দ্র মজুমদার, মোহাম্মদ হাছান মাহমুদ প্রমুখ। টেকনোক্র্যাট হিসেবে দুজন থাকছেন মন্ত্রিসভায়। নতুন সরকারের ১১ জন প্রতিমন্ত্রীর থাকছেন, যেখানে ৭ জনই নতুন মুখ। বর্তমান সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন ১৯ জন, তাদের দুজন এবার পূর্ণমন্ত্রী হলেও বর্তমান সরকারের ১৪ প্রতিমন্ত্রীর এবার কেবিনেটে জায়গা হয়নি। নতুন মন্ত্রিসভা দেশের সার্বিক কল্যাণে কতটুকু ভূমিকা রাখবে দেখার বিষয়। তবে নতুন সরকারের জন্য দুর্নীতি মোকাবিলা আর সুশাসন প্রতিষ্ঠাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে সরকারকে। ব্যাংকিং খাতে সুশাসন নিয়ে প্রশ্ন আছে। নতুন সরকার উন্নয়নের লক্ষ্যমাত্রার বিষয়ে সিরিয়াস থাকলে তাদের আর্থিক খাতে সুশাসনের কথা চিন্তা করতেই হবে। সর্বোপরি পররাষ্ট্র, অর্থনীতি ও সুশাসন- এই তিন খাতে বড় চ্যালেঞ্জ থাকবে। আমাদের প্রত্যাশা, নতুন মন্ত্রিসভা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে দেশকে এগিয়ে নিবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়