ভরা মৌসুমেও চড়া সবজির বাজার

আগের সংবাদ

ভোটের কৌশলে সফল শেখ হাসিনা : জাতীয় সংসদ নির্বাচন

পরের সংবাদ

আ.লীগ প্রার্থীর কার্যালয় ভাঙচুর : এমপি রতনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হচ্ছে

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : নির্বাচনী প্রচার-প্রচারণার সময় হাওরের জেলা সুনামগঞ্জের ধর্মপাশায় প্রতিদ্ব›দ্বী প্রার্থীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা নিতে ধর্মপাশা থানাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য অভিযুক্তরা হলেন- নুরে আলম নুরু, আবুল কাশেম, হাসেম, মোজাহিদ ও তোফায়েল। গতকাল শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তাকে বাদী হয়ে এ মামলা দায়ের করার নির্দেশ দেয়া হয়েছে। ইসি সচিবের আদেশক্রমে শুক্রবার বিকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ চিঠি পাঠিয়েছেন উপসচিব (আইন) মো. আব্দুছ সালাম। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৭ ডিসেম্বর সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বসে থাকা কর্মীদের ওপর আকস্মিকভাবে হামলা করে তাদের স্মার্টফোন ভাঙাসহ নৌকা মার্কার ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। এ সময় নৌকার নির্বাচনী অফিসের চেয়ার টেবিল ভাঙচুর এবং নৌকার সমর্থকদের অকথ্য ভাষায় গালিগালাজ, কিলঘুষি ও গলাটিপে ধরাসহ প্রাণনাশের হুমকি দেন অভিযুক্তরা। নির্বাচন কমিশনের নোটিসের অনুলিপি জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার ও ধর্মপাশা থানার ওসিসহ সংশ্লিষ্ট সবাইকে দেয়া হয়েছে। ধর্মপাশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মঞ্জুরুল হক জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তিনি মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়