টিআইবি : গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য

আগের সংবাদ

জাদুর কাঠির ছোঁয়ায়! হলফনামায় দেয়া তথ্য > মন্ত্রী-এমপিদের সম্পদ বেড়েছে ২ থেকে ২০০ গুণ পর্যন্ত

পরের সংবাদ

ভোটের মাঠে ফিরলেন যারা : আপিল শুনানির প্রথম দিন > প্রার্থিতা ফিরল ৫৬ জনের > বাতিল-৩২ > পেন্ডিং-৬

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ভোটের লড়াই থেকে ছিটকে পড়ার শঙ্কায় ছিলেন তারা। মনোনয়নপত্র দাখিলের পর রিটার্নিং কর্মকর্তা তাদের প্রার্থিতা বাতিল করেন। তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেন ৫৬১ জন। গতকাল রবিবার থেকে শুরু হয় সেই আপিল আবেদন শুনানি। সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ আপিল শুনানি অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ১০০টি আবেদনের শুনানি হওয়ার কথা থাকলেও হাজির হন ৯৪ জন। এর মধ্যে ৫৬ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিল হয়েছে ৩২ জনের আবেদন। ৬ জনের শুনানি পরে হবে বলে জানিয়েছে ইসি। ইসির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন আবেদন নামঞ্জুর হওয়া প্রার্থীরা। এক্ষেত্রে তাদের উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে।
গতকাল যারা আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন- মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার যুগ্ম মহাসচিব প্রার্থী মাহী বি চৌধুরী, নেত্রকোনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান, পাবনা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ডলি সায়ন্তনী, গাইবান্ধা-৫ আসনে সাবেক ডেপুটি স্পিকারের মেয়ে স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলী, ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগম, চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবদুচ ছালাম, চট্টগ্রাম-২ আসনের মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের আব্দুল মোতালেব, ঢাকা-৫ আসনের মো. কামরুল হাসান, টাঙ্গাইল-২ আসনের ইউনুছ ইসলাম তালুকদার, যশোর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনের এস এম হাবিবুর রহমান, জামালপুর-২ এর জাকের পার্টি আব্দুল হালিম মণ্ডল ও স্বতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক জিয়া, ফরিদপুর-১ আসনের মোহাম্মদ আরিফুর রহমান, নোয়াখালী-২ আসনের প্রার্থী

তালেবুজ্জামান, টাঙ্গাইল-৬ আসনের সৈয়দ মাহমুদুল ইলাহ, গোপালগঞ্জ-১ আসনের কাবির মিয়া, খুলনা-৬ আসনের জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান, খুলনা-৪ আসনের তৃণমূল বিএনপির হাবিবুর রহমান, মেহেরপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোখলেছুর রহমান, মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা, বরগুনা-১ আসনের মো. খলিলুর রহমান, রংপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার, ঢাকা-২০ আসনের বিএসপি প্রার্থী মিনহাজ উদ্দিন, চট্টগ্রাম-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাজাহান, মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনএফের প্রার্থী মমতাজ সুলতানা আহমেদ, মাদারীপুর-২ আসনের বিএসপির প্রার্থী ইউসুফ আলী সুমন, চট্টগ্রাম-১৫ আসনের স¦তন্ত্র প্রার্থী আব্দুল মোতালেব, যশোর-৩ এর জাকের পার্টির প্রার্থী মহিদুল ইসলাম, চট্টগ্রাম-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন, যশোর-৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান, মুন্সীগঞ্জ-২ আসনের বিএনএফের প্রার্থী বাচ্চু শেখ, যশোর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ, কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আল মামুন, কুমিল্লা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এ টি এম মঞ্জুরুল ইসলাম, যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম, বরিশাল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শামসুল আলম, সিলেট-২ আসনের তৃণমূল বিএনপি প্রার্থী আব্দুর রব, কুমিল্লা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেন ও এম এ জাহের, বরগুনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী সৈয়দ নসরুল ইসলাম, গাইবান্ধা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবীর, শরীয়তপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম মোস্তফা, ময়মনসিংহ-১১ আসনের বিএসপি প্রার্থী এ বি এম জিয়া উদ্দিন, নীলফামারী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন, লালমনিরহাট-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের দেলাব্বর হোসেন, ঢাকা-১৩ আসনের বিআইএফের প্রার্থী জাফর ইকবাল নান্টু, কিশোরগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সাফায়েতুল ইসলাম, জামালপুর-১ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী গোলাম মোস্তফা, গাজীপুর-১ আসনের জাপার এম এম নিয়াজ উদ্দিন, ঝালকাঠী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম মো. ফখরুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী রাফিউর রহমান খান ইউসুফ জাই, শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী, সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হালিমুল হক মীরু, কুড়িগ্রাম-৪ আসনের বাংলাদেশ কংগ্রেসের আব্দুল হামিদ, বগুড়া-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, বগুড়া-৪ এর বাংলাদেশ কংগ্রেস পার্টির আশরাফুর হোসেন এবং নেত্রকোনা-২ আসনের বাংলাদেশ কংগ্রেসের আজহারুল ইসলাম খান।
আপিল শুনানিতে ৩২ জনের আবেদন বাতিল হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- টাঙ্গাইল-৫ স্বতন্ত্র প্রার্থী খন্দকার আহসান হাবিব, জামালপুর-২ আসনে জাকের পার্টির প্রার্থী আবদুল হালিম মণ্ডল, মুন্সীগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা এবং চট্টগ্রাম-৪ আসনের মোহাম্মদ ইমরান প্রমুখ।
টাঙ্গাইল-৬ আসনের প্রার্থী আনিসুর রহমান বুলবুল পূর্বনির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকলেও তার কথা শোনা হয়নি বলে অভিযোগ করেন। স্বতন্ত্র এ প্রার্থীর আপিল আবেদনও নামঞ্জুর করেছে ইসি। সিইসি তাকে কোর্টে যাওয়ার পরামর্শ দেন। পেন্ডিং আছে বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহিদ ফারুক, ল²ীপুর-১ আসনে তৃণমূল বিএনপির এম এ আউয়ালসহ ৬ জনের মনোনয়ন। আজ আরো ১০০ জন আপিলকারীর বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়