টিআইবি : গণতন্ত্রের জন্য গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য

আগের সংবাদ

জাদুর কাঠির ছোঁয়ায়! হলফনামায় দেয়া তথ্য > মন্ত্রী-এমপিদের সম্পদ বেড়েছে ২ থেকে ২০০ গুণ পর্যন্ত

পরের সংবাদ

কাপাসিয়ায় উদীচীর হেমন্ত উৎসব

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদ হেমন্ত উৎসব পালন করেছে। গত শনিবার দিনব্যাপী কাপাসিয়া শাখা সংসদ কার্যালয়ে এ উৎসব উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাপাসিয়া শাখা সংসদের সভাপতি সাংবাদিক নূরুল আমীন সিকদারের সভাপতিত্বে জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা উদীচীর সভাপতি ডা. রতিশ কুমার দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা উদীচীর সংগীত সম্পাদক বিথী কণা সেন, দ্য ডেইলি স্টার গাজীপুর জেলা প্রতিনিধি মন্জুরুল হক। আলোচনা করেন কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও উদীচী গাজীপুর জেলা কমিটির সহসভাপতি আমজাত হোসেন, কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক উদীচী সদস্য মো. সাইফুল ইসলাম ও কাপাসিয়া রেজাউল হক মহিলা কলেজের ইংরেজি প্রভাষক আসাদুজ্জামান আসাদ। সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ নিয়ে ক শাখায় কাপাসিয়া শাহীন স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ওয়ামিয়া পারভেজ অদ্রি প্রথম, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নওশীন সিকদার দ্বিতীয় ও তরগাঁও ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ মুহাম্মদ আবদুল্লাহ তৃতীয় স্থান অর্জন করেছে। খ শাখায় প্রথম হয়েছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আতরিনা আশরাফ সুকন্যা, দ্বিতীয় হয়েছে রাজেন্দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নাফিসা ইসলাম, তৃতীয় হয়েছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তাসনিম আশরাফ সোনামনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়