যুদ্ধাপরাধ মামলা : ৩ বছর আত্মগোপনে থাকা আসামি বিহারী আনোয়ার গ্রেপ্তার

আগের সংবাদ

দুই দলের মহারণের প্রস্তুতি : বিএনপির মহাসমাবেশ-মহাযাত্রা, রাজপথ দখলে রাখতে চায় আ.লীগ, সংঘাতের শঙ্কা

পরের সংবাদ

শ্রীমঙ্গল : সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র ও অর্থ বিতরণ

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : সুবিধা বঞ্চিত মানুষের জন্য শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স টরেন্টো, কানাডার আয়োজনে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জিগন্নাথ দেবের আখড়ায় বাংলাদেশ মাইনরিটি রাইটস এলায়েন্স টরেন্টো, কানাডার শ্রীমঙ্গলের আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি অজয় কুমার দেবের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সম্পাদক বিশ্বনাথ দাশ ছোটনের সঞ্চালনায় এ অনুুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়।
অনুষ্ঠানে দুই শতাধিক নারীর মাধ্যে পূজার নতুন কাপড় তুলে দেন অতিথিরা। এ সময় চিকিৎসা সহায়তা হিসাবে মানবাধিকার কর্মী বিশ্বজিৎ চক্রবর্তীকে ২৫ হাজার টাকার চেক দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহসভাপতি সুনীল বৈদ্য শচী, শ্রীশ্রী জগন্নাথ দেবের আখড়া পরিচালনা পরিষদের উপদেষ্টা মুকুল বিকাশ দেব রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সম্পাদক সমীরণ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সুদীপ দাশ রিংকু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সম্পাদক সুশীল শীল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, মহিলা ঐক্য পরিষদের সম্পাদিকা শুক্লা সেনগুপ্ত, গৌতম পুরকায়স্থ, সুধাংশু পাল ও প্রকৌশলী তুষার সরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়