প্রতিবন্ধী তরুণদেরও রাজনীতিতে অংশ নেয়া প্রয়োজন : প্যানেল আলোচনায় ছাত্রনেতারা

আগের সংবাদ

অবস্থান স্পষ্ট করল আওয়ামী লীগ : বিএনপির সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই

পরের সংবাদ

টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ ওয়াসিম

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্রিকেটীয় প্রদর্শনিতে সবার প্রশংসা কুড়িয়েছেন সাকিব আল হাসানরা। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানি কিংবদন্তীরা। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর এক টিভি টকশোতে সাকিব-মিরাজদের প্রশংসায় ভাসিয়েছেন ওয়াসিম আকরামও।
টকশোর শুরুতেই বাংলাদেশের ফাস্ট বোলারদের প্রশংসা করেন আকরাম। তবে ব্যাটিং নিয়ে খানিকটা দুশ্চিন্তাও করেন, ‘বাংলাদেশের ব্যাটিংয়ে অনেক কিছু নির্ভর করছে সাকিবের ওপর। লিটন দাসও অনেক উন্নতি করেছে।’ মিরাজের প্রশংসা করে আকরাম বলেন, ‘তারা দারুণ এক অলরাউন্ডার হিসেবে মেহেদী হাসানকে পেয়েছে। গত দুই বছরে প্রায় ৭০০ রানের পাশাপাশি ৩৯ উইকেটও পেয়েছে। গত শনিবারের ম্যাচেও ৩ উইকেটের পাশাপাশি সে ফিফটি করেছে। সে খুবই কার্যকরী খেলোয়াড়।’ তবে, বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুঃশ্চিন্তার কথা জানান ওয়াসিম, ‘বাংলাদেশের ব্যাটিংয়ে অনেক কিছু নির্ভর করছে সাকিবের ওপর। লিটন দাসও অনেক উন্নতি করেছে।’ এ সময় তাকে নাজমুল হোসেনের কথা মনে করিয়ে দেন শোতে উপস্থিত সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক, ‘শান্ত নামের এক ব্যাটসম্যান এসেছে। তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। সে দারুণ ছন্দেও আছে।’ এরপর লিটনের সা¤প্রতিক বাজে ফর্মের কথা মনে করিয়ে দেন শোয়েব, ‘লিটন দাস কিছুটা লড়াই করছে। তাকে আমি হতাশা প্রকাশ করতেও দেখেছি। এক ম্যাচে সে তো নিজের ব্যাটও ভেঙে ফেলেছে আউট হওয়ার পর।’ এরপর মিসবাহ উল হক ঢাকার জনজট নিয়ে রসীকতা করে বলেন, ঢাকার যানজটের কারণে এমন হতে পারে।
এদিকে, আরো একবার খেলা চলাকালীন মাঠে ঢুকে পড়েছেন ‘জার্ভো’ নামে পরিচিত ড্যানিয়েল জার্ভিস। এরআগেও ভারতের টেস্ট ম্যাচ চলাকালীন মাঠে অনুপ্রবেশ করেছিলেন তিনি। ভারতের গণমাধ্যমগুলোতে এই ঘটনার পর বিশ্বকাপের আয়োজন নিয়ে আরো একবার প্রশ্ন উঠেছে। চিদাম্বারাম স্টেডিয়ামের বিশাল লোহার গ্রিল ঠিক কী কারণে স্থাপন করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে নেটিজেনদের মধ্যে।
এর আগে, ফাঁকা মাঠ, ধর্মশালার আউটফিল্ড ইত্যাদি নিয়ে বিশ্বকাপের শুরু থেকে বিতর্ক তৈরি হয়েছে। গতকাল রবিবারের ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়