প্রতিবন্ধী তরুণদেরও রাজনীতিতে অংশ নেয়া প্রয়োজন : প্যানেল আলোচনায় ছাত্রনেতারা

আগের সংবাদ

অবস্থান স্পষ্ট করল আওয়ামী লীগ : বিএনপির সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই

পরের সংবাদ

ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে পথ কি হবে না

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এ সংকট ১০০ বছরের পুরনো। সংকট নিরসনে বেশ কয়েকবার নেয়া হয়েছে শান্তি উদ্যোগ। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারছে না। বরং দ্ব›দ্ব বাড়ছে। মীমাংসা হচ্ছে না। নতুন নতুন সংকট তৈরি হচ্ছে। মৃত্যুর খাতায় যুক্ত হচ্ছে বহু অসহায় ফিলিস্তিনি ও ইসরায়েলি মানুষের নাম। গত শনিবার সশস্ত্র গোষ্ঠী হামাসের রকেট হামলায় অন্তত ২৫০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১ হাজার ৫০০ মানুষ। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ৫ হাজার রকেট ছোড়া হলে এই ঘটনা ঘটে। অন্যদিকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজা উপত্যকায় প্রাণ গেছে অন্তত ২৩২ জন ফিলিস্তিনির। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৭৯০ জন, যা বেদনাদায়ক ও দুঃখজনক ঘটনা। সংঘাত নেপথ্যের একদিকে ইসরায়েলের আত্মনিয়ন্ত্রণের অধিকার, অন্যদিকে ফিলিস্তিনের মানুষের নিজ বাসভূমে নিরাপদে বসবাসের স্বপ্ন। ইসরায়েল এবং ফিলিস্তিনিরা বেশকিছু ইস্যুতে মোটেই একমত হতে পারছে না। এর মধ্যে আছে ফিলিস্তিনি শরণার্থীদের ব্যাপারে কী হবে; পশ্চিম তীরে যেসব ইহুদি বসতি স্থাপন করা হয়েছে সেগুলো থাকবে, নাকি সরিয়ে নেয়া হবে; জেরুজালেম নগরী কি উভয়ের মধ্যে ভাগাভাগি হবে; আর সবচেয়ে জটিল ইস্যু হচ্ছে- ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রশ্ন। গত ২৫ বছর ধরেই শান্তি আলোচনা চলছে থেমে থেমে। কিন্তু সংঘাতের কোনো সমাধান এখনো মেলেনি। সাবেক ফিলিস্তিন অর্থাৎ ১৯৪৮-পূর্ববর্তী এই আরব ভূখণ্ডে দুটি পৃথক স্বাধীন রাষ্ট্র গঠন নিয়ে জাতিসংঘের সিদ্ধান্ত থাকলেও ৫৭ সদস্যবিশিষ্ট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনভুক্ত (ওআইসি) আরব দেশগুলোর মধ্যে অনৈক্য ও বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এই বিষয়টি কোনোভাবেই সামনে এগোতে পারছে না। ফিলিস্তিনের মুক্তি কিংবা স্বাধীনতার ব্যাপারে ২২ সদস্যবিশিষ্ট আরব লিগও তেমন কোনো অর্থবহ ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। এ ক্ষেত্রে যেমন কোনো বলিষ্ঠ ভূমিকা নিচ্ছে না যুক্তরাষ্ট্র, তেমনি নিরুপায় হয়ে বসে রয়েছে জাতিসংঘও। রাজনৈতিক টানাপড়নে এবং আরব রাষ্ট্রগুলোর পারস্পরিক বিচ্ছিন্নতায় পরিস্থিতি এখন অনেকটাই বদলে গেছে। ইসরায়েলের সঙ্গে বৈরী সম্পর্ক ছিল এমন অনেক মুসলিম দেশ এখন ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক তৈরি করেছে। ইসরায়েল-ফিলিস্তিন সংকটের তাই আদৌ সমাধান হবে কিনা, তা অনিশ্চিত। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সংঘাতের ফলে নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি এবং ক্ষতিগ্রস্তদের আহত হওয়ার ঘটনায় বাংলাদেশ দুঃখ প্রকাশ করেছে। ইসরায়েলি দখলদারিত্বের অধীনে বসবাস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে জোরপূর্বক বসতি স্থাপন এ অঞ্চলে শান্তি আনতে পারবে না। তাই বাংলাদেশ ফিলিস্তিন এবং ইসরায়েলের দ্বি-রাষ্ট্র সমাধান নীতি সমর্থন করে। শুধু সংলাপ এবং কূটনীতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের দিকে নিয়ে যেতে পারে এবং এই লক্ষ্যে কাজ করার জন্য সব পক্ষকে অনুরোধ রইল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়