প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন

আগের সংবাদ

ব্যাখ্যা চায় ক্ষুব্ধ গণমাধ্যম : গণমাধ্যমের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রতিক্রিয়া

পরের সংবাদ

ষষ্ঠবারের চেষ্টায় সিপিএল জিতল গায়ানা

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ১১তম আসরের শিরোপা জিতেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। টুর্নামেন্টটির ফাইনালে গতকাল শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। প্রথমে ব্যাট করতে নেমে ৯৪ রানে অলআউট হয়ে যায় ত্রিনবাগো। ১৪ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা। এরই মধ্যে সবচেয়ে বেশি ৬ বার ফাইনাল ওঠার রেকর্ড গড়া গায়ানা আগের ৫ বার খালি হাতেই ফেরে। অবশেষে ষষ্ঠবারে এসে সাবেক প্রোটিয়া তারকা ইমরান তাহিরের নেতৃত্বে শিরোপা হাতে তুলে নেয়ার সুযোগ পেল দলটি। দলের সাফল্যের পাশাপাশি সবচেয়ে বেশি বয়সি অধিনায়ক হিসেবে শিরোপা জয়ের রেকর্ডও করেছেন তাহির।
মাত্র ৯৫ রানের লক্ষ্যে গতকাল ব্যাট করতে নেমে গায়ানার ব্যাটাররা রীতিমতো ঝড় তুলেছিলেন ত্রিনবাগো বোলারদের ওপর। পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব ২ চার ও ৫ ছয়ে ৪১ বলে ৫১ রান করেন। আরেক ওপেনার কিমো পল ২ চারে ১১ বলে ১১ রান করে আউট হলেও শাই হোপকে নিয়ে বাকিটা পথ সহজেই পাড়ি দেন সাইম। ৩২ বলে ৩২ রান করেন শাই হোপ, তার ইনিংসে চারের মার রয়েছে ২টি। ৩৬ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা। ত্রিনবাগের হয়ে একমাত্র উইকেটটি পান ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন।
এর আগে টস জিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক ইমরান তাহির। ব্যাট করতে নেমে গায়ানার বোলারদের রীতিমতো তোপের মুখে পড়ে ত্রিনবাগোর ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যায় ত্রিনবাগো। ব্যাট হাতে কিসি কার্টি ছাড়া ত্রিনবাগো নাইট রাইডার্সের আর কোনো ব্যাটারই রান করতে পারেননি। কিসি কার্টি করেন ৩৮ রান।
১৬ রান করেন মার্ক দেয়াল এবং ১০ রান করেন চ্যাডউইক ওয়াল্টন। অন্যরা দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেননি। গায়ানার হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন গুদাকেশ মোতি এবং অধিনায়ক ইমরান তাহির। সিপিএলের প্রথম দুই আসরের ফাইনাল খেলেছিল গায়ানা। এরপর ২০১৮ ও ঊনিশেও পরপর দুবার ফাইনাল খেলেছিল তারা। মাঝে ২০১৬ সালেও উঠেছিল ফাইনালে। কিন্তু ওই ৫ বারের একবারও শিরোপা জয় করতে পারেনি তারা। অবশেষে ষষ্ঠবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয় তারা। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বয়সি হিসেবে কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্ট বা লিগের ফাইনালে অধিনায়কত্বের রেকর্ডটি নিজের করে নিয়েছেন ইমরান তাহির। ৪৪ বছর ১৮১ দিন বয়সে অধিনায়ক হিসেবে শিরোপা জয় সে উপলক্ষকে যেন পরিপূর্ণতা দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়