প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন

আগের সংবাদ

ব্যাখ্যা চায় ক্ষুব্ধ গণমাধ্যম : গণমাধ্যমের বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা আরোপের হুমকির প্রতিক্রিয়া

পরের সংবাদ

পাকিস্তান এখনো ভিসা পায়নি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের পর্দা ওঠার কথা থাকলেও গ্রুপপর্ব শুরুর আগে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে দলগুলো। তাই আগামীকালই ভারতে যাওয়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। কিন্তু ফ্লাইট ধরার ৩৬ ঘণ্টা কম সময় বাকি থাকলেও এখনো ভিসা হাতে পাননি তারা। ভারত বিশ্বকাপ অংশ নেয়া সফরকারী ৯ দলের মধ্যেই কেবল পাকিস্তানই এখন পর্যন্ত ভিসা পায়নি। যার কারণ হিসেবে দুই দেশের রাজনৈতিক বৈরিতাই সামনে উঠে আসছে। ভিসা পেতে বিলম্ব হওয়ায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির কাছে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গতকাল কর্মঘণ্টা শেষ হওয়ার পরও ভারতীয় হাইকমিশন থেকে কোনো সদুত্তর পায়নি তারা। অথচ বিসিসিআই আগেই নিশ্চিত করেছিল অংশগ্রহণকারী সব দলকে ভিসা দেয়া হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, বুধবার সকালে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে ট্রানজিট শেষে সন্ধ্যায় ভারতের হায়দ্রাবাদে পা রাখার কথা হয়েছে তাদের। সেখানে পৌঁছে আগামী ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড ও ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।
আগামী ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাবর আজমরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়