উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে ২ জন নিহত

আগের সংবাদ

সতর্ক থেকেই ভোটের মাঠে আওয়ামী লীগ

পরের সংবাদ

পাঁচ দিন পর আসছেন মানুষী

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

২০১৭ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় শীর্ষস্থান অধিকার করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন মানুষী ছিল্লার। সমাজসেবার পাশাপাশি বিভিন্ন নামি সংস্থার বিজ্ঞাপনের প্রচারের সঙ্গেও যুক্ত হন তিনি। পাঁচ বছর পর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন মানুষী। প্রথম সিনেমায় অক্ষয়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। বড় মাপের তারকার সঙ্গে অভিনয় করলেও ভাগ্য সহায় হয়নি নায়িকার। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমার মোট বাজেট ছিল ১৭৫ কোটি টাকা। কিন্তু মুক্তির পর বক্স অফিস থেকে ৯০ কোটি টাকা উপার্জন করেছিল এই ছবি। এর পর অভিনয়জগৎ থেকে অল্প সময়ের জন্য হলেও বিরতি নিয়েছিলেন তিনি। ঐশ্বরিয়া রায় বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা সুন্দরী প্রতিযোগিতা থেকে সিনেমায় গিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। অনেকেই ভেবেছিলেন মানুষীও বলিউডে নিজের ক্যারিয়ারের সিঁড়িতে তরতর করে উঠবেন। তবে সেই কারণে অভিনয় ছেড়ে দেননি তিনি। বরং আরো কয়েকটি হিন্দি সিনেমায় দেখা যাচ্ছে তাকে। জন আব্রাহমের সঙ্গে ‘তেহরান’ ছিলেন এ নায়িকা, যা প্রেক্ষাগৃহে এসেছিল চলতি বছরের জানুয়ারিতে। আগমী বছর এপ্রিলে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে দেখা যাবে মানুষীকে। এ ছাড়া বরুণ তেজের সঙ্গে মানুষীর ‘অপারেশন ভ্যালেন্টাইন’ যা মুক্তি পাবে এ বছর ডিসেম্বরের তিন তারিখ। তবে মুক্তির দৌড়ে এগিয়ে আছে এই বিশ্ব সুন্দরী অভিনীত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’। যশ রাজ প্রোডাকশনের নতুন এ সিনেমার ঝলক সামনে এসেছে। আর মাত্র ৫ দিন পরই সিনেমার মুক্তি। পরিচালক-কাহিনীকার বিজয় কৃষ্ণ আচার্যের এই ছবিতে মানুষী জুটি বেঁধেছেন ভিকি কৌশলের সঙ্গে। সিনেমায় বেদ ব্যাস ত্রিপাঠী ওরফে ভজন কুমারের চরিত্রে ধরা দেবেন ভিকি। বলরামপুরের পণ্ডিত পরিবারে বেড়ে উঠেছে বেদ। ছোট থেকেই হিন্দুশাস্ত্রের পাঠ নিয়েছে, মাতা কি চৌকিতে ভজন গাওয়াই তার পেশা। তাই ‘খেলাধুলা’র বয়সে সমবয়সি মেয়েরা তার থেকে আশীর্বাদ নিতেই ব্যস্ত থাকে। তাই প্রেম করার জন্য মেয়ের অভাব ভজন কুমারের জীবনে। এরপরই ভজনের জীবনে এন্ট্রি সুন্দরী মানুষীর। লাভ লাইফ টেক-অব করতে না করতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে ভজন। উড়ো চিঠি আসে তার বাড়িতে। সেই চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে, ৭ ডিসেম্বর যে বাচ্চা জন্মেছে সে মুসলমান। আর সেই বাচ্চা আর কেউ নয় ভজন কুমার। ভজনের পৃথিবী পালটে যায়, পরিবার মুখ ফিরিয়ে নেয় তার ওপর থেকে। সত্যি কি ভজন মুসলিম? যদি তা-ই হয় তা হলে ধর্মের বেড়াজাল মুচড়ে ফেলে সে কি পারবে নিজের পরিবারকে ফিরে পেতে? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী ২২ সেপ্টেম্বর, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’র মুক্তিতে। মানুষী-ভিকি ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন মনোজ পাওয়া, কুমুদ মিশ্র, যশপাল শর্মা, সাদিয়া সিদ্দিকি, সৃষ্টি দীক্ষিত, আসিফ খান।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়