আশুলিয়ায় ফার্নিচার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ৩

আগের সংবাদ

বাতাসে আগুনের হলকা!

পরের সংবাদ

বৈশাখে আসছে হইচইয়ের নতুন যেসব সিরিজ

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

পয়লা বৈশাখে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজের ঘোষণা করল ‘হইচই’। টালিপাড়ার সঙ্গেই সেখানে থাকছে বাংলাদেশেরও বেশ কিছু সিরিজ। বাংলা নববর্ষে ‘হইচই’-এর নজরকাড়া উপহার। ওটিটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে ঘোষণা করা হলো ১৪টি নতুন ওয়েব সিরিজ। এর মধ্যে থাকছে ৫টি নতুন সিরিজ। ৪টি সিরিজের দ্বিতীয় সিজন। পাশাপাশি থাকছে বাংলাদেশের ৫টি নতুন শো। দত্ত পরিবারের খুনের মামলা থেকে প্রত্যেকেই মুখ ফেরায়। কিন্তু এগিয়ে আসে আইনজীবী অচিন্ত্য আইচ। এই চরিত্রে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় দর্শকদের চমকে দিতে পারে বলে মনে করা হচ্ছে। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’-এ ঋত্বিক ছাড়াও থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ‘বেস্ট অব বেঙ্গল’ বিভাগে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পরিণীতা’ থাকছে। অদিতি রায় পরিচালিত এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা সিংহরায় এবং গৌরব চক্রবর্তী। দেবালয় ভট্টাচার্যের নতুন সিরিজ ‘বোকা বাক্সতে বন্দি’। এই প্রজন্মের অভিনেত্রী অপালা প্রচারের আলো থেকে দূরে থাকতে চায়। মুখ্য চরিত্রে শোলাঙ্কি রায়। মফস্বলের এক মায়ের শহর কলকাতায় লড়াই তার সন্তানের জন্য। এই নিয়েই পরিচালক সায়ন্তন ঘোষালের নতুন সিরিজ ‘বিজয়া’। মুখ্য চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়া রয়েছেন সাহেব চট্টোপাধ্যায় এবং দেবদত্তা রাহা। সৌভিক কুণ্ডু পরিচালিত ‘গুটিপোকা’য় এক নির্যাতিতা শিক্ষিকার গল্প উঠে আসবে। মুখ্য চরিত্রে পাওলি দাম ও সৌরভ চক্রবর্তী। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে একাধিক সিরিজের নতুন সিজন আসছে। তালিকায় রয়েছে অয়ন চক্রবর্তী পরিচালিত ‘নিখোঁজ ২’, অদিতি রায়ের ‘নষ্টনীড় ২’, সৌরভ চক্রবর্তী পরিচালিত ‘আবার রাজনীতি’ এবং সাহানা দত্তের ‘গভীর জলের মাছ ২’। বাংলাদেশের পাঁচটি সিরিজে থাকছেন পড়শি দেশের একাধিক জনপ্রিয় তারকা। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙ্গিলা কিতাব’-এর মুখ্য চরিত্রে রয়েছেন পরীমনি। আশফাক নিপুনের ‘জিম্মি’তে থাকছেন জয়া আহসান। শিহাব শাহিন পরিচালিত ‘গোলাম মামুন’-এর মুখ্য চরিত্রে রয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে, ‘মিথ্যেবাদী’র কেন্দ্রে রয়েছেন মেহজাবীন চৌধুরী। এছাড়া থাকছে মোশাররফ করিমকে নিয়ে পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’। সিরিজগুলো চলতি মাস থেকে শুরু করে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে মুক্তি পাবে।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়