আশুলিয়ায় ফার্নিচার গুদামে বিস্ফোরণ, দগ্ধ ৩

আগের সংবাদ

বাতাসে আগুনের হলকা!

পরের সংবাদ

বক্স অফিসে সেভাবে সাফল্য পাননি লারা

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ২০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন দুনিয়ায় নিজের নাম কামিয়েছেন এই বলিউড অভিনেত্রী। ২০০০ সালে জিতেছিলেন মিস ইউনিভার্সের টাইটেল। তার আগে একমাত্র এই খেতাব ভারতে আনেন সুস্মিতা সেন। ইউনিভার্সিটি অব মুম্বাই থেকে তিনি পড়াশোনা করেন ইকোনমিকস নিয়ে। জাতীয় স্তরে খেলেছেন বাস্কেটবলও। ইংরেজি, হিন্দি, কানাডার মতো ভাষাতে দখল থাকায়, বলিউডের পাশাপাশি কাজ করেছেন একাধিক আঞ্চলিক সিনেমাতেও। বলিউডে পা রেখেছিলেন তিনি ২০০৩ সালে। লম্বা সময় এই নায়িকা ডেট করেন এক ভুটানিজ মডেলের সঙ্গে। যদিও সেই সম্পর্ক পরিণতি পায় না। ভেঙে গেলে এক খেলোয়াড়কে জীবনসঙ্গী বাছেন তিনি। আপাতত তার একটি কন্যা সন্তানও রয়েছে। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা হচ্ছে? গত মঙ্গলবার ছিল জন্মদিন অভিনেত্রী লারা দত্তের। উত্তর প্রদেশের গজিয়াবাদে জন্ম হলেও, লারা বেড়ে উঠেছিলেন বেঙ্গালুরুতে। সেন্ট ফ্রান্সিস জেভিয়ার গার্লস হাই স্কুল এবং ফ্রাঙ্ক অ্যান্থনি পাবলিক স্কুলে পড়াশোনা। তারপর মুম্বাই ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে স্নাতক হন। ২০০০ সালে সারা ফেমিনা মিস ইন্ডিয়ায় অংশ নেন এবং ট্রফি জিতে ভারতের প্রতিনিধিত্ব করেন মিস ইউনিভার্সে। আর তারপর ট্রফি আনেন দেশে। তিনি ২০০২ সালের তামিল ফিল্ম, আরসাচিতে কাজ করেছিলেন, কিন্তু আর্থিক সমস্যার কারণে এটি মুক্তি পেয়েছিল ২০০৪ সাল নাগাদ। ২০০৩ সালে আন্দাজ সিনেমা দিয়ে ডেবিউ করেন বলিউডে। বেস্ট ডেবিউ ফিমেলের পুরস্কারও পান তিনি সেই বছর। এরপর ২০০৪ সালে খাকি সিনেমার আইসা জাদু গানে নাচ করেছিলেন লারা, যা ছিল সুপার ডুপার হিট। বরদাশ, আন: ম্যান অ্যাট ওয়ার্ক, ইনসান, ইলান, জুর্ম-এর মতো ছবিতে দেখা যায় লারাকে। সেভাবে বক্স অফিসে সাফল্য পাননি তিনি কোনোদিনই। ভুটানিজ মডেল কেলি দোরজির সঙ্গে প্রায় ৯ বছরের সম্পর্ক ছিল লারার। মডেলিংয়ের সময় থেকেই চলেছিল এই সম্পর্ক। তবে তা ভেঙে যায়। এরপর ২০০৮ সালে লারা আর বিপাশা বসুর প্রাক্তন প্রেমিক দিনো মোরিয়া সম্পর্কে জড়ান। তবে ২০০৯ সালেই ভেঙে যায় সেই সম্পর্ক। এরপর ২০১০ সালে লারার বাগদান হয় টেনিস তারকা মহেশ ভূপতির সঙ্গে। ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি বিয়ে করেন লারা আর মহেশ। ২০১১ সালে জন্ম হয় তাদের কন্যা সন্তানের। আপাতত নিজেকে অভিনয়ের দুনিয়া থেকে অনেকটাই সরিয়ে রেখেছেন লারা।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়