ফেসবুকে প্রেম করে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

আগের সংবাদ

দাম নির্ধারণের তোয়াক্কা নেই : সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তিন পণ্য. ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

পরের সংবাদ

নওগাঁ জজ কোর্ট : ন্যায়কুঞ্জের নির্মাণ কাজ উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জজকোর্ট চত্বরে আগত বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আদালত চত্বরে নির্মাণকাজের একটি ফলক উন্মোচন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি জে বি এম হাসান। পরে বিচারপতি জে বি এম হাসান জেলা বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. খোদাদাদ খান পিটু। বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মো. গোলাম মওলা এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান।
অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমানসহ বিভিন্ন আদালতের বিচারক, পিপি, আইন কর্মকর্তা, জেলা বারের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং সাধারণ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৪৮ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ ন্যায়কুঞ্জ নির্মাণ করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়