সংবাদ সম্মেলনে ছেলের দাবি : হত্যা মামলায় ইউপি চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছে

আগের সংবাদ

কুরবানি ঘিরে চাঙা অর্থনীতি : ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকার বাণিজ্য হওয়ার সম্ভাবনা, রেমিট্যান্স প্রবাহে রেকর্ড

পরের সংবাদ

নারায়ণগঞ্জে পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল চারটার দিকে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে মেঘনার শাখা নদীতে এই ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
নিহত দুই শিশু হলো- ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে হাবিবা আক্তার (৮) ও হাফেজ আলমগীরের মেয়ে হুমাইরা (৭)। তারা স্থানীয় একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
এর আগে গত রবিবার রূপগঞ্জ উপজেলার হোরগাঁও গ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, আড়াইহাজারের হাজিরটেক কওমি মাদ্রাসার দুই ছাত্রী হাবিবা ও হুমাইরা মাদ্রাসা ছুটির পর পাশেই মেঘনার শাখা নদীতে অন্য সহপাঠীদের সঙ্গে গোসল করতে নামে। সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় দুই ছাত্রী। পরে উদ্ধার করে স্থানীয় লোকজন বিকাল চারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত দুজন সম্পর্কে চাচাতো বোন। পাশাপাশি বাড়িতে তাদের পরিবারের বসবাস। দুই শিশুর মৃত্যুতে উভয় পরিবারে শোক নেমে এসেছে। আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়