ঠিকানা নিয়ে ৩২ বার তদন্তে উষ্মা হাইকোর্টের

আগের সংবাদ

সেন্টমার্টিন দ্বীপ লিজ দিয়ে ক্ষমতায় বসবে না আ.লীগ > সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী : অন্য দেশের সঙ্গেও অর্থ বিনিময়ের সুযোগে ব্রিকসে যোগ দেয়ার সিদ্ধান্ত

পরের সংবাদ

সাইফুল ইসলাম স্বপন : অনিয়ম হলেই নির্বাচন বর্জন

প্রকাশিত: জুন ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি : রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ভোরের কাগজের সঙ্গে একান্ত আলাপকালে তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই নির্বাচন নিয়ে আমরা টোটালি আশাবাদী নই। কেননা, কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, সেটি নিয়ে এখানে কোনো কাজই হয়নি। ভোটাররা একদমই বোঝে না- কীভাবে ইভিএমে ভোট দিতে হয়। নির্বাচন কমিশনকে (ইসি) বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি।
পাশাপাশি প্রচারণায় গেলে জনগণ বলছে, কীসের ভোট চাইতে আসছেন? ভোট তো হয়ে গেছে। ফলাফল রেডি, নির্বাচনের দিন শুধু ঘোষণা দেয়া হবে।
এই যদি হয় পরিস্থিতি, তাহলে এই প্রহসনের নির্বাচন বর্জন করা ছাড়া কোনো উপায় থাকে? তবুও ভোটের দিনের পরিবেশ দেখার অপেক্ষায় আছি। কারণ সুষ্ঠু নিরপেক্ষ ভোট হলে আমি নিশ্চিত বিজয়ী হব। আর যদি ভোটকেন্দ্রে অনিয়ম দেখি, আমি ভোট বর্জন করতে বাধ্য হব।
এক প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম স্বপন আরো বলেন, ইসি স্পষ্ট করে বলে দিয়েছে প্রচারণায় ১৫ লাখ টাকার বেশি খরচ করা যাবে না। অথচ নৌকার প্রার্থী কোটি কোটি টাকা ওড়াচ্ছে। গত ৭ জুন রাজশাহী মেডিকেলের অডিটোরিয়ামে নির্বাচনে যারা প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবে, তাদের নিয়ে গোপন বৈঠক করেছে। এরপর আর কী আশা করতে পারি। কোথাও অভিযোগ দিয়েও লাভ হচ্ছে না। এখন জনগণই ভরসা। তাদের দিকে তাকিয়ে থাকব। তবে, এই সাজানো নির্বাচন আমাদের না করাই ভালো ছিল।
তিনি বলেন, রাজশাহীতে ২০ শতাংশ জাতীয় পার্টির সমর্থক আছে। নি¤œবিত্ত ও মধ্যবিত্ত আমাকে একতরফা ভোট দেবে। যদি ৫০ শতাংশ ভোট পড়ে আমি জয়ের আশা রাখি।
মিছিল মিটিং প্রচার প্রচারণা কেন করেননি? জানতে চাইলে তিনি বলেন, আমার সমর্থকদের যদি দেখিয়ে দিই, ওরা (নৌকার প্রার্থী) রাতের আঁধারে ভোট কিনে ফেলত। কৌশলের অংশ হিসেবে বেশি মিছিল মিটিং করিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়