সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীরা

আগের সংবাদ

উন্নয়ন ও প্রত্যাশায় ফারাক অনেক : ক্লিন সিটি খ্যাত রাজশাহীর মানুষ অনেক সেবা পান না

পরের সংবাদ

ঢাকা টেস্ট : দ্বিতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা

প্রকাশিত: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : হোম অব ক্রিকেট মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। স্বাগতিকরা প্রথম ইনিংসে ৩৮২ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে আফগানরা মাত্র ১৪৬ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ ২৩৬ রানের লিড পায়। গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে হাথুরুর শিষ্যরা ১ উইকেট হারিয়ে ১৩৪ রানের সংগ্রহ করেছে। ফলে বাংলাদেশ ৩৭০ রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় টাইগাররা যে রানের পাহাড় গড়তে যাচ্ছে তা দিবালোকের মতো স্পর্ট। গতকাল দিন শেষে নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান উভয়ে ৫৪ রান করে অপরাজিত রয়েছেন। দু’জনের সামনেই সেঞ্চুরির হাতছানি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আজই ঢাকা টেস্টে জয় পেতে যাচ্ছে স্বাগতিকরা।
প্রথম দিনে টাইগাররা ব্যাট করতে নেমে দিন শেষ করে ৫ উইকেট হারিয়ে ৩৬২ রানের দলীয় সংগ্রহ করে। প্রথম দিনে আগ্রাসী ব্যাটিং করে ১১৮ বলে সেঞ্চুরি করেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে আরেকটি বড় ইনিংস উপহার দেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনি করেন ৭৬ রান। দ্বিতীয় দিনে তাদের প্রথম ইনিংস শেষ হয় ৩৮২ রান করার পরই। এরপর ব্যাটিংয়ে আসে আফগান ওপেনার ইব্রাহিম জাদরান এবং আব্দুল মালিক। শুরুটা ভালো করার চেষ্টা করলেও তারা ব্যর্থ হন। শরিফুল ইসলামের করা ষষ্ঠ ওভারেই ৬ রান করে সাজঘরে ফিরে যান জাদরান। তার উইকেট পড়ার পরের ওভারেই ইবাদত হোসেনের বলে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার আব্দুল মালিক। আউট হওয়ার আগে এই টপ অর্ডার ব্যাটার ২১ বলে ১৭ রান করেন, যেখানে ছিল দুটি বাউন্ডারি। এরপর দলের হাল ধরার ব্যর্থ চেষ্টা চালান তিনে নামা রহমত এবং চারে নামা আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। রহমত ইবাদতের বলে তাসকিন আহমেদের হাতে ধরা পড়ে বিদায় নেন ১৮ বলে ২ চারের সমন্বয়ে ৯ রান করে। শহীদিও আউট হন ১৬ বলে এক বাউন্ডারি হাকিয়ে ৯ রানের ইনিংস খেলে। ১৩ দশমিক ১ বলে দলীয় ৫১ রানের সংগ্রহ গড়ার পথেই চার উইকেট হারায় আফগানিস্তান। এতে কিছুটা চাপে পড়তে থাকে দলটি। এরপর আফগানিস্তানের উইকেট পতনের মিছিল থামান নাসির জামাল এবং আফসার জাজাই। দুই ব্যাটার উইকেটে থিতু হলেও ওয়ানডে মেজাজে দলের রান দ্রুত বাড়ানোর চেষ্টা করেন। সেই চেষ্টায় প্রথম ব্যর্থ হন মেহেদী হাসান মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরা ব্যাটার নাসির। তিনি আউট হওয়ার আগে আফগানদের স্কোরবোর্ডে ৪৩ বলে ৩৫ রান যোগ করেন। তার এই ইনিংসে বাউন্ডারি ছিল ৬টি। এরপর ইবাদতের বলে বিদায় নেন আফগানদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করা আফসার জাজাই। তিনি ৪০ বলের ইনিংসে বাউন্ডারি হাঁকান ৬টি। এরপর আফগানিস্তানের ইনিংস আর বেশি বড় হয়নি। দলটির হয়ে তৃতীয় সর্বোচ্চ ২৩ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান করিম জানাত। তার উইকেট তুলেন টাইগার শিবিরের অফস্পিন অলরাউন্ডার মিরাজ। জানাতের উইকেট তুলার মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। জানাত আউট হওয়ার পর ৬ রান করেন আমির হামজা। বাকিদের মধ্যে আহমদ জাই, নিজাত মাসুদ এবং জহির খানের কেউই রানের খাতা খোলতে পারেননি। এর মধ্য দিয়ে আফগানদের ইনিংস থেমে যায় মাত্র ১৪৬ রানে।
টাইগার বোলাররা আফগানদের গুড়িয়ে দেয়ার পর তাদের ফলো অনে না ফেলে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেন বাংলাদেশি ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান। আগের ইনিংসে জয় ৭৬ রানের বড় ইনিংস খেললেও গতকাল দ্বিতীয় ইনিংসে তিনি ১৩ বলে ১৭ রান নিয়ে বিদায় নেন। আরেকদিকে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া জাকির হাসান জ¦লে উঠেন গতকাল। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্তও পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান। দ্বিতীয় দিন শেষে ৬৪ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত আছেন শান্ত ও জাকির। দুই ব্যাটারের স্ট্রাইক রেট সমান হলেও শান্ত হাঁকান ৮টি বাউন্ডারি এবং জাকির হাঁকান ৬টি বাউন্ডারি। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে ১৩৪ রান করে। এর মধ্য দিয়ে ৩৭০ রানের বিশাল লিডে আছে টাইগাররা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়