সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে ভুক্তভোগীরা

আগের সংবাদ

উন্নয়ন ও প্রত্যাশায় ফারাক অনেক : ক্লিন সিটি খ্যাত রাজশাহীর মানুষ অনেক সেবা পান না

পরের সংবাদ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বসুন্ধরা

প্রকাশিত: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দেশের ফুটবলে অভিষেকের পর থেকে একের পর এক ইতিহাস গড়ে চলা দলটি ছুয়েছে নতুন মাইলফলক। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিতে চলেছে কিংসরা। আগামী বছর ক্লাব পর্যায়ে এশিয়ার সর্বোচ্চ এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে একমাত্র ক্লাব হিসেবে সুযোগ পেয়েছে বসুন্ধরা কিংস। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বের খেলার জন্য শুরুতে প্লে-অফে লড়াই করতে হবে কিংসকে। এদিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশ থেকে শুধু বসুন্ধরা কিংস খেলার সুযোগ পেলেও এএফসি কাপে কিংসের সঙ্গে প্রিমিয়ার লিগের রানার্স আপ দল আবাহনী লিমিটেডও খেলার সুযোগ পাচ্ছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি মূল পর্বে সৌদি আরব ও ইরান থেকে তিনটি করে দল খেলার সুযোগ পাবে। এরপর দুটি করে দল সরাসরি মুল পর্বে কাতার ও উজবেকিস্তানের। দক্ষিণ এশিয়া থেকে শুধু ভারতের একটি দল সরাসরি পেয়ে থাকে।
বাংলাদেশ থেকে এবারই প্রথম কোনো দল খেলার সুযোগ পাচ্ছে প্লে-অফে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়