‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

লোডশেডিং আরো দুই সপ্তাহ থাকবে : নসরুল হামিদ, বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আরো দুই সপ্তাহ লোডশেডিং হতে পারে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে আমরা এখনই শিডিউল লোডশেডিংয়ে যাচ্ছি না। কিছু কিছু এলাকায় লোডশেডিং হবে। আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, তাপমাত্রা ৩৮ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস অবধি বেড়েছে। এ কারণে স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদাও বেড়েছে। পাওয়ার প্লান্টে যে পরিমাণ বিদ্যুৎ মজুত ছিল সেটা দিয়েই আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে প্রস্তুত ছিলাম। পরিস্থিতি সামাল দিতে আমরা দুই মাস আগে থেকে চেষ্টা করছি। কিন্তু সার্বিকভাবে আমাদের অনেক কিছুই দেখতে হয়। অর্থনৈতিক একটা বিষয় আছে। তেল ও গ্যাসের জোগানের বিষয় আছে। সবকিছুর পরেও আমরা এই মুহূর্তে শিডিউল লোডশেডিংয়ে যাচ্ছি না। তবে কিছু কিছু এলাকায় লোডশেডিং হবে।
তিনি বলেন, এখন প্রতিদিন আমরা প্রায় আড়াই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং করছি। তবে আশা করছি এ মাত্রা অনেক কমিয়ে আনতে সক্ষম হবো। আমরা মোটামুটি সবকিছু গুছিয়ে ফেলছি। খুব দ্রুত এ সমস্যার সমাধান হবে। দুই সপ্তাহের মধ্যেই লোডশেডিং কমবে।
জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আমরা কয়লা ও গ্যাসের পর্যাপ্ত জোগান দিতে পারছি না। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। তবে এটা সাময়িক সময়ের জন্য। এটা নিয়ে হতাশ হওয়ার কিছুই নেই। আমরা চেষ্টা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুতের এই পরিস্থিতি থেকে বের হয়ে একটা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়