‘প্রস্তাবিত বাজেট তামাকমুক্ত দেশ গড়ার অন্তরায়’

আগের সংবাদ

রাজনীতির ছায়ায় ব্যবসার জাল : জামায়াতের বাণিজ্যিক নেটওয়ার্ক দেশ জুড়ে বিস্তৃত, গোপনে চলছিল সাংগঠনিক কর্মকাণ্ড, এবার প্রকাশ্যে মাঠে নামার হুংকার

পরের সংবাদ

গাবতলী : ভূমি-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে সভা

প্রকাশিত: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণার লক্ষ্যে গতকাল রবিবার উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদের ইছামতি হলরুমে উপজেলা যৌথ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিলুফা ইয়াসমিন।
আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হুমায়ন আলম চান্দু, ইউপি চেয়ারম্যান এডভোকেট রফিকুল ইসলাম, আব্দুল গফুর মন্ডল, ফারুক আহম্মেদ, শহীদুল ইসলাম বাবু, ইউনুছ আলী ফকির, আব্দুর রশিদ মোল্লা, ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, আব্দুল মজিদ মন্ডল, মজিবুর রহমান আলতাব, আব্দুল ওহাব মন্ডল, শাহীদুল কবীর টনি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহম্মেদ, এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমার মজনু প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মো. সাইদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাইম হোসেন, উপজেলা প্রকৌশলী সাজেদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অলিফা বেগমসহ সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পেশার মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়