করমণ্ডল এক্সপ্রেস : চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনায় নিহত শতাধিক, বাংলাদেশি যাত্রী থাকার আশঙ্কা

আগের সংবাদ

দেয়াল

পরের সংবাদ

সাধুমেলার ৫০তম আসর শিল্পকলায়

প্রকাশিত: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় একাডেমির বটতলা বাউলকুঞ্জে সাধুমেলার ৫০তম আসরে ভক্তরা গাইলেন- ‘জাত গেল জাত গেল বলে, একি আজব কারখানা।’ যেন স¤প্রতি বাউল বিরোধিতা এবং সা¤প্রদায়িক স¤প্রীতির বিরুদ্ধে ঘটে চলা অপতৎপরতার শিল্পিত প্রতিবাদ।
জামাল উদ্দিন ও টুনটুন ফকির, বাউল গোলাম মোস্তফা, সমির বাউল, বাউল জয় ব্রহ্মচারী, বাউল রাজিব শাহ, বাউল আবদুর রহমান, বিপ্লব বাউল, বাউল শামিম হক, আয়নাল হক বাউল, এলিজা পুতুল, খ্যাপা বিদ্যুৎ সরকার প্রমুখ শিল্পীর পরিবেশনায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে জড়ো হওয়া লালনপ্রেমীরা ডুব দিলেন যেন ভিন্ন এক ভাবের সাগরে।
তারা গাইলেন- ‘এসো হে এসো দয়াল’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, ‘আমি এক দিনও না দেখিলাম তারে’, ‘মদিনায় রাসুল নামে কে এলো রে ভাই’, ‘এমন সমাজ কবে গো সৃজন হবে’, ‘কবে সাধুর চরণ ধূলি মোর লাগবে গায়’, ‘দেখ না রে সব হাওয়ার খেলা’, ‘তোমার দয়া বিনে চরণ সাধবো কি মতে’, ‘গুরু গত না হইলে প্রেমের প্রেমিক না হলে’, ‘মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই’, ‘ভজ মুরশিদের চরণেই বেলা’- এসব গানে গানে
বাউলরা সুরের মূর্ছনায় ভিন্ন এক জগৎ সৃষ্টি করেন।
অনুষ্ঠানের শুরুতেই ৫০তম আয়োজন উপলক্ষে আসরে সংক্ষিপ্ত আলোচনা পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রযোজনা বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচনা করেন লেখক ও গবেষক সৈয়দ জাহীদ হাসান।
এছাড়া সমবেত সংগীত পরিবেশন করেন বাউল শামিম, বাউল এম আর মানিক, বাউল আফসানা হক ইমু, বাউল শিপু রানি মন্ডল, ওমর আলী, টিটু বাউল, বাউল সলেমান শেখ, জাহিদ বাউল, জহির বাউল, বাউল সাহেদ আলী, উপমা বাউল, বাউল রনি খান, তানিয়া বাউল, আবুবক্কর সিদ্দিক বাউল, বাউল মিনা পাগলী, সুমি বাউল, শাহিন বাউল, বাউল আবদুর রহিম, বাউল মিরাজ ক্ষ্যাপা, বাউল আখি আঞ্জুম, সেলিম বাউল, লিনা বাউল, সজিব বাউল, বাউল সুবর্ণা, বাউল সজল, ফারুক বাউল, পিউ বাউল, বাউল স্বপন, বাউল মিতুল, বাউল জাকারিয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়